কলকাতা, 18 অক্টোবর:বাঙালি দুর্গাপুজোর মূল উদ্যোক্তা হলেও তাতে সামিল হয় গোটা পৃথিবীর সব ধর্মের মানুষ । যার উৎকৃষ্ট উদাহরণ কানাডার অনটারিওর ওয়াটারলু এলাকার পুজো । এই পুজোয় চার্চের পাদ্রীরা সাদরে দুর্গা মাকে নিজেদের চার্চে জায়গা করে দিয়েছেন । এম্যানুয়েল চার্চের মধ্যেই হয় মায়ের বোধন থেকে অষ্টমীর পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো থেকে শুরু করে বিজয়া দশমীর সমস্ত আচার-অনুষ্ঠান পালন করে আসছেন বাঙালিরা । এম্যানুয়েল চার্চ পুজোর সময় পুরোদস্তুর দুর্গা মণ্ডপের চেহারা নেয় । কলকাতার কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা যায় সেখানে । হিন্দু পুরোহিত মাইকে দুর্গা মন্ত্র পড়েন । সেই মন্ত্র মন দিয়ে শোনেন চার্চের ফাদার । স্থানীয়দের বক্তব্য, চার্চ নাকি দুর্গাবাড়ি চেনা যায় না এই সময় !
বিদেশে পশ্চিমবঙ্গের মতো দুর্গাপুজোয় ছুটি পড়ে না ৷ টানা পাঁচদিন ছুটি মেলে না সেখানকার বাসিন্দাদের ৷ তাই সপ্তাহের শেষে শনি-রবিবার করে হয় পুজো । কানাডায় তাই আগের শনি-রবি থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে । আগামী শনি-রবি মানে কলকাতার সপ্তমী-অষ্টমীর দিনে ওখানে ওরা বিজয়া দশমী পালন করবে । এই দু'দিন সকালে খাওয়া-দাওয়া, সাজগোজ,আড্ডা, সিঁদুর খেলা সব সেরে ফেলবে ওয়াটারলুতে থাকা প্রবাসী বাঙালিরা । সন্ধে হলেই শুরু হবে সাংষ্কৃতিক অনুষ্ঠান ।
এবারে এই পুজোর অন্যতম উদ্যোক্তা অভিষেক গুহ রায় বলেন, "আগামী শনি-রবি আমরা সপ্তমী থেকে দশমী পুজোর সবটাই করে ফেলব । কলকাতা যখন সকলে অষ্টমীর রাতে ঠাকুর দেখাতে গা ভাসাবে, আমাদের এখানে তখন বিজয়ার করুণ সুর বেজে উঠবে । এই দু'দিনের জন্য পুরো অনটারিওর বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি ।"