কলকাতা, 19 অক্টোবর: শহর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুরনো ট্রাম রুট ফোর্ট উইলয়াম হয়ে বেহালা খিদিরপুর ৷ বহুদিন তা বন্ধ হয়ে রয়েছে ওভারহেড তারের সমস্যার জন্য। কালীপুজোর আগেই ওই রুটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পরিবহণ বিভাগ। পাশাপাশি পুজোর পরেই নতুন রঙে সেজে উঠবে শহরের ট্রাম ৷ পাশপাশি এই প্রথমবার দুর্গাপুজোর সময় ট্রামে করে পুজো দেখার ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। নতুন রঙে সেজে উঠবে কলকাতার ট্রাম, বৃহস্পতিবার পুজো স্পেশাল ট্রাম উদ্বোধন করে জানালেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র।
যে ট্রামটি পুজোর সময় পথে ঘুরবে তাঁকে সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুজোর সঙ্গে সম্পৃক্ত বেশকিছু খণ্ডচিত্র দিয়ে। বৃহস্পতিবার সেই ট্রামের উদ্বোধন করেন মদন মিত্র, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর। কলকাতার দুর্গাপুজো 2021 সালের ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পায়। আর আজ এই বছর শহরে আরেকটি ঐতিহ্য ট্রাম তার সার্ধশতবর্ষ। এই দু'য়ের মেলবন্ধন ঘটিয়ে এবং ইউনেসকোর তরফে পাওয়া এই স্বীকৃতিকে উদযাপন করতে পুজো স্পেশাল ট্রামকে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে।