কলকাতা, 11 অক্টেবর : রেড রোডে শুরু হতে চলেছে মেগা দুর্গা কার্নিভাল । বিকেল ৪ টে থেকে শুরু অনুষ্ঠান । জঙ্গলমহল-সহ বাঁকুড়া, বিষ্ণুপুরের রাঙামাটির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে মঞ্চ-সহ রেড রোড । রাজ্য সরকার যখন কার্নিভালের প্রস্তুতিতে মত্ত ৷ তখন পুজো কার্নিভালকে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করলেন বিরোধীরা ৷
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তীব্র ভাষায় কার্নিভালের নিন্দা করেছেন ৷ তিনি বলেন, "দুর্গাপুজোর কার্নিভাল দেখতে চায় না এরাজ্যের মানুষ। নানাবিধ সংকট এবং সমস্যার মধ্যে রয়েছেন রাজ্যবাসী। কার্নিভাল এর থেকে অনেক বেশি জরুরি ছিল রাজ্যে কর্মসংস্থান ৷ এটাই রাজ্যের দস্তুর । যখন দিনের পর দিন ন্যায্য বেতনের দাবিতে প্যারাটিচাররা রাস্তায় অনশন করে বসে থাকে তখন তাদের কথা কেউ শোনে না । যখন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা না পেয়ে, পে কমিশনের স্পষ্ট বার্তা না পেয়ে, যন্ত্রণায় ভোগে তখন দুর্গাপুজোর জন্য অনুদান দশ হাজার টাকা থেকে বাড়িয়ে করে দেওয়া হয় পঁচিশ হাজার টাকা । এটাই হচ্ছে এরাজ্যের দস্তুর । কার্নিভালে কয়েক কোটি টাকা অপচয় হচ্ছে প্রত্যেক বছর । এরাজ্যে এই অপচয় মানায় না । রাজ্যে অর্ধেকের বেশি লোক বেকার । দু'বেলা পেটপুরে ভাত খেতে পায়না ৷ পৃথিবীর একশোটা দেশ খুঁজলে পাওয়া যাবে, যেখানকার লোকসংখ্যার সঙ্গে এদেশের ফুটপাথে থাকা মানুষের সংখ্যা সমান । সেই রাজ্যে এই আতিশয্য মানুষ ক্ষমতার দম্ভে হয়তো মেনে নেয় । কিন্তু মন থেকে মেনে নেয় না ৷ "