কলকাতা, 18 অক্টোবর : কোরোনার সংক্রমণের জের । শহরের সেরা পাঁচে থাকা পুজোরও এবার সাদামাটা আয়োজন । এবছর 73 তম বর্ষপূর্তি কলেজ স্কয়্যার সর্বজনীনের । প্রতিবছরের মতো এবছর বিশেষ কোনও আকর্ষণ বা জৌলুস থাকবে না এই পুজোর । জানালেন পুজোর অভ্যর্থনা সমিতির সম্পাদক সুমন রায়চৌধুরি । প্রতি বছর মেদিনীপুর থেকে মণ্ডপ সজ্জার সরঞ্জাম আনা হত । চন্দননগর থেকে আসত আলোকসজ্জা । কলেজ স্কয়্যার সুইমিং পুলের চারপাশে আলোকসজ্জায় চোখে ধাঁধা লেগে যেত । এবছর কোরোনা ভাইরাস যেন যাবতীয় আলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে । তার মধ্যেও অভিনবত্ব থাকছে কলেজ স্কয়্যার সার্বজনীন পুজোর ।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । অন্যান্য বছরের মতো এবার আর পুজোতে কোনও বিশেষ আকর্ষণ বা জৌলুস থাকছে না । কাঁটছাট করা হয়েছে পুজোর খরচেও । কম খরচে পুজো করে মানুষের পাশে দাঁড়ানোর কথাই বললেন পুজো কমিটির সম্পাদক সুমন রায়চৌধুরি ।
পুজো মণ্ডপে যাতে একসঙ্গে অনেক দর্শক সমাগম না হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে । পরিকল্পনা রয়েছে অনলাইনে প্রতিমা দর্শনের ব্যবস্থা করারও । ভিড় নিয়ন্ত্রণে একসঙ্গে 30 জনের বেশি প্রবেশ করা যাবে না মণ্ডপে ।
কলেজ স্কয়্যারে থাকছে না চেনা আলোকসজ্জা সুমনবাবু বলেন, "প্রতি বছরের মতো এবছর বিশেষ জাঁকজমক করে দুর্গাপুজো হবে না । ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া শ্রমিক এবং কর্মহীনদের কথা মাথায় রেখে আমরা পুজো করছি । পুজোর খরচ বাঁচিয়ে, তাঁদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেই চিন্তাভাবনা রয়েছে আমাদের । সাত্ত্বিকভাবে আমাদের পুজো হবে । দৈহিক দূরত্ব মেনে চলা হবে । আকার এবং আয়তনে ছোটো করে পুজো করা হবে । অর্থনৈতিক দিক থেকে সকলেই সমস্যায় রয়েছেন । প্রতি বছর যে সমস্ত শুভানুধ্যায়ী বন্ধুরা পুজোয় আর্থিকভাবে সহায়তা করতেন তাঁরাও বিপর্যস্ত । কর্মহীন মানুষ এবং কর্মহীন শ্রমিকদের কথা মাথায় রেখে সাত্বিকভাবেই পুজো করা হচ্ছে বাজেট কমিয়ে । সেই টাকায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো হবে ।"
অনলাইনের মাধ্যমে ঠাকুর দেখানোর জন্য প্রযুক্তিবিদদের সঙ্গেও কথা বলছে পুজো কমিটি । পুজো মণ্ডপে ভিড় কমাতে তাঁদের এই অভিনব পরিকল্পনা । মধ্য এবং উত্তর কলকাতার বিখ্যাত পুজো গুলির মধ্যে অন্যতম এই কলেজ স্কয়্যারের দুর্গাপুজো।
বিগ বাজেটের পুজো বলতে যা বোঝায় প্রতি বছর তাই হত কলেজ স্কয়্যার । রাতভর চলত প্রতিমা দেখার পালা । কিন্তু এখন পরিস্থিতি বদলেছে । চারিদিকে কোরোনার আতঙ্ক । এবার থাকবে না সেই পরিচিত ভিড় । দেবীর আরাধনাতেও এবার নিউ নর্মালের ছোঁয়া ।
উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম কলেজ স্কয়্যারের দুর্গাপুজো । আলোর রোশনাই থেকে মণ্ডপের ঝাড়বাতি- সবই নজর কাড়ে দর্শকদের । তবে এবছর সেই ছবি দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে >