ইউনেসকোর স্বীকৃতির কারণে বিদেশে বেড়েছে দুর্গা পুজোর সংখ্যা কলকাতা, 29 জুলাই:ব্যস্ততা বেড়ছে কুমোটুলির । কারণ, বিদেশ থেকে আসছে রেকর্ড দুর্গা প্রতিমার বায়না । তথ্য় বলছে, অন্যান্য বছরের সব রেকর্ড ছাপিয়েই বিদেশে এবার রেকর্ড প্রতিমা পাড়ি দিচ্ছে। নেপথ্যে, কলকাতা দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি । গতবছর কলকাতা দুর্গা পুজোর মুকুটে গর্বের এই পালক যুক্ত হয় । সেই কারণেই বিদেশে বেড়েছে দুর্গা পুজোর সংখ্যা । তাই বিদেশ থেকে প্রতিমা অর্ডারের হিড়িকে ইতিমধ্যেই হিমশিম কুমোরটুলি।কলকাতার বিখ্যাত পটুয়া পাড়া কুমোরটুলির শিল্পীরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় কমপক্ষে 20-25 টি প্রতিমা অতিরিক্ত অর্ডার এসেছে।
বেশ কয়েক বছর ধরেই কলকাতার দুর্গাপুজো আরে বহরে বৃদ্ধি পেয়েছে। পুজো পাগল বাঙালির উৎসাহ বাড়িয়েছেন উদ্যোক্তারা । মণ্ডপ সজ্জা থেকে হরেক থিম পুজোপ্রেমী জনতার ভিড় আরও বাড়িয়েছে । শুধু পুজো নয়, বাংলার এই শ্রেষ্ঠ উৎসব শেষে আন্তর্জাতিক মানের কার্নিভাল চোখ কাড়ার মতো । আর এই সমস্ত কর্মকাণ্ডকে বিশ্ব মানের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইউনেসকো ইনটানজেবল হেরিটেজে বা অধরা ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন:চলছে পুজোর প্রস্তুতি, বৃষ্টির জেরে প্লাস্টিকে ঢাকল কুমোরটুলি! ক্যামেরাবন্দি দৃশ্য
ইউনেসকোর এই স্বীকৃতি দেশবিদেশের আপামর বঙ্গবাসীর কাছেই গর্বের। ফলে গত বছর দফায় দফায় এই বিশ্বমানের স্বীকৃতিকে উদযাপন করেছে রাজ্য। যার বড় প্রমাণ, সরকার থেকে শুরু করে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলোর যৌথমঞ্চ - ফোরাম ফর দুর্গোৎসব। মা যে এখন বিশ্বজনীন তার ছাপ পড়েছে সুদূর বিদেশে থাকা বঙ্গবাসীর মধ্যেও। এবছর বিদেশে একাধিক নতুন পুজো বেড়েছে। কুমোরটুলি মৃৎশিল্পী সমিতি সূত্রে জানা গিয়েছে, গতবছর পর্যন্ত বিদেশে পাড়ি দেওয়া দুর্গা মূর্তির সংখ্যা ছিল কম বেশি 45 থেকে 50টা। সেই সংখ্যা এবছর বেড়ে হয়েছে 65-70।
সংখ্যা কিছুটা বেশি হলেও হতে পারে। বিদেশ পাড়ি দেওয়া দুর্গা মূর্তি স্বাভাবিকভাবে ফাইবারের হয়ে থাকে, 3-5 বছর ধরে সেই পুজো হয়। তারপর ফের অর্ডার দেওয়া হয়। গতবারের ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পরে বিদেশে থাকা বাঙালিরাও আপ্লুত হয়ে বেশ কিছু নতুন পুজো শুরু করছে বলেই দাবি শিল্পী মহলের একাংশের। তথ্য বলছে, ইতিমধ্যেই বিদেশ পাড়ি দিয়ে ফেলেছে 50-55 মূর্তি। মূলত এগুলো জাহাজে যায়। আর যেগুলো ফ্লাইটে যাবে এমন 15-20 প্রতিমা আছে। সেগুলো দ্রুত বিদেশ পাড়ি দেবে। দুবাই, জার্মানি, ইতালি, ব্রাজিল, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন-সহ আরও বহু দেশে যাচ্ছে প্রতিমা। মৃৎশিল্পী সমিতির পক্ষে বাবু পাল জানান, করোনাকালে খুব ধাক্কা খেয়েছিলাম। গতবারের তুলনায় 6-8টা বেশি। আরও কয়েকটি বাড়তে পারে।
আরও পড়ুন:কুমোরটুলিতে ডেনমার্কের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, উপহারে পেলেন থার্মোকলের দুর্গা