পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Bharat Samman: মহিলা সংরক্ষণ বিলকে গুরুত্ব দিয়েই বাংলার বিশিষ্ট নারীদের 'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল - মহিলা সংরক্ষণ বিল

বিজ্ঞান ও প্রযুক্তির সেরা শিক্ষার্থীদের 1 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণার পর এবার 108 জনকে 'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল ৷ জানা গিয়েছে, এদের মধ্যে 33 শতাংশের বেশি নারী শিল্পী থাকবেন।

Etv Bharat
'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 6:36 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: বাংলার শিক্ষা সংস্কৃতির মানোন্নয়নের কথা প্রায়ই শোনা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে। একাধিক ক্ষেত্রে পদক্ষেপও নিয়েছেন। এবার বাংলার শিল্পীদের বিশেষ সম্মান প্রদান করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গা পুজোর প্রাক্কালে সেই পুরষ্কার দেওয়ার বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে রাজভবন। সূত্রের খবর, 108 জনকে 'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল। সেই 108 জনের মধ্যে 33 শতাংশের বেশি নারী শিল্পী থাকবেন। সূত্রের দাবি, মহিলা সংরক্ষণ বিলকে সম্মান দিয়েই শিল্পী নির্বাচনে 33 শতাংশের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

গত শুক্রবার রাজভবন প্রাঙ্গনে রাজ্যপাল সিভি আনন্দ বোস, 'কলা ক্রান্তি মিশনের' লোগো উন্মোচন করেন। সে সময় রাজ্যপাল ঘোষণা করেন, রাজভবন বাংলায় শিল্প ও সংস্কৃতির প্রচারে নিজেকে উৎসর্গ করছে। রাজভবন বাংলায় শিল্প ও সংস্কৃতির প্রচারে নিবেদিত। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশের জন্যই এই উদ্যোগ বলেও জানান রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, বাংলার সংস্কৃতি চর্চা, সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নানান সুযোগ সুবিধা দেখার জন্যও বিশেষ সেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দু'জন আধিকারিক নিয়োগ করা হবে। যাঁরা বাংলার সামগ্রিক বিষয় নিয়ে খোঁজ খবর নেবেন। এদিকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে রাজভবনে একাধিক আমন্ত্রণ পত্র আসতে শুরু করেছে। একাধিক পুজো কমিটি নিজেদের পুজো উদ্বোধনে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে সংখ্যাটা 50 ছাড়িয়েছে।

এক্ষত্রে তৃণমূল- বিজেপি প্রভাবিত পুজো কমিটিও রয়েছে। রাজ্য-রাজভবনে সংঘাত ভুলেই পুজোর উদ্বোধনে রাজ্যপালকে আমন্ত্রণ করা হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছে। কিন্তু, প্রশাসনিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল যে সংঘাত রয়েছে তা ক্রমশই বেড়ে চলেছে। ধূপগুড়ির নব নির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ জটিলতা বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিশোধীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ফের রাজ্যপালকে চিঠি দিয়েছেন।

আরও পড়ুন: চন্দ্রযানের সফল অবতরণ! তরুণদের উৎসাহিত করতে পুরস্কার চালু করছে রাজভবন

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তরুণদের আকৃষ্ট করতে সেরা শিক্ষার্থীকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে রাজভবন সূত্রে জানানো হয়েছিল ৷ বিজ্ঞান ও প্রযুক্তির প্রচারের জন্য রাজভবনে আলাদা সেলও স্থাপন করা হবে বলে জানানো হয়েছিল ৷ বাংলার পাশাপাশি, কেরলের পড়ুয়ারাও এই পুরস্কার পেতে চলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details