কলকাতা, 26 সেপ্টেম্বর: বাংলার শিক্ষা সংস্কৃতির মানোন্নয়নের কথা প্রায়ই শোনা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে। একাধিক ক্ষেত্রে পদক্ষেপও নিয়েছেন। এবার বাংলার শিল্পীদের বিশেষ সম্মান প্রদান করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গা পুজোর প্রাক্কালে সেই পুরষ্কার দেওয়ার বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে রাজভবন। সূত্রের খবর, 108 জনকে 'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল। সেই 108 জনের মধ্যে 33 শতাংশের বেশি নারী শিল্পী থাকবেন। সূত্রের দাবি, মহিলা সংরক্ষণ বিলকে সম্মান দিয়েই শিল্পী নির্বাচনে 33 শতাংশের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।
গত শুক্রবার রাজভবন প্রাঙ্গনে রাজ্যপাল সিভি আনন্দ বোস, 'কলা ক্রান্তি মিশনের' লোগো উন্মোচন করেন। সে সময় রাজ্যপাল ঘোষণা করেন, রাজভবন বাংলায় শিল্প ও সংস্কৃতির প্রচারে নিজেকে উৎসর্গ করছে। রাজভবন বাংলায় শিল্প ও সংস্কৃতির প্রচারে নিবেদিত। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশের জন্যই এই উদ্যোগ বলেও জানান রাজ্যপাল।
রাজভবন সূত্রে খবর, বাংলার সংস্কৃতি চর্চা, সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নানান সুযোগ সুবিধা দেখার জন্যও বিশেষ সেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দু'জন আধিকারিক নিয়োগ করা হবে। যাঁরা বাংলার সামগ্রিক বিষয় নিয়ে খোঁজ খবর নেবেন। এদিকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে রাজভবনে একাধিক আমন্ত্রণ পত্র আসতে শুরু করেছে। একাধিক পুজো কমিটি নিজেদের পুজো উদ্বোধনে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে সংখ্যাটা 50 ছাড়িয়েছে।