পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কো-উইন পোর্টালে সমস্যা, ভ্যাকসিনেশনের হার কমে 36 শতাংশ - কো-উইন পোর্টালে সমস্যা, 36 শতাংশে নেমে এল রাজ্যে ভ্যাকসিনেশনের হার

ভ্যাকসিনেশনের 14 তম দিনেও কো-উইন পোর্টালের সমস্যা রয়ে গেল ৷ গতকাল ভ্যাকসিনেশনের হার নেমে হল 36 শতাংশ ৷

চলছে ভ্যাকসিনেশন নেওয়া
চলছে ভ্যাকসিনেশন নেওয়া

By

Published : Feb 4, 2021, 8:00 AM IST

Updated : Feb 4, 2021, 8:28 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: গতকাল ছিল রাজ্যে করোনা ভ্যাকসিনেশনের 14তম দিন ৷ গতকালও সমস্যা করল কো-উইন পোর্টাল। যার জেরে, 14তম দিনে ভ্যাকসিনেশনের হার নেমে এল মাত্র 36 শতাংশে। এখনও পর্যন্ত এই হার সর্বনিম্ন । তবে, শুধুমাত্র নথিভুক্তকরণ পোর্টালের প্রযুক্তিগত সমস্যাই নয় । অনেক ভ্যাকসিন প্রাপক কো-উইন পোর্টালে ভুল তথ্য দেওয়ার কারণেও ভ্যাকসিন নিতে পারেননি ৷

বুধবার, 3 ফেব্রুয়ারি রাজ্যজুড়ে 350টি সেন্টারে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছিল স্বাস্থ্য দপ্তর। 350টি সেন্টারের প্রতিটিতে 100 জন করে মোট 35 হাজার জনকে কোভিশিল্ড দেওয়ার পরিকল্পনা ছিল। দিনের শেষে দেখা গেল, 35 হাজার জনের মধ্যে মাত্র 12,725 জনকে কোভিশিল্ড দেওয়া সম্ভব হয়েছে । রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, 14তম দিনে এ রাজ্যে কোভিশিল্ড দেওয়ার হার নেমে এসেছে 36 শতাংশে । এই হার সর্বনিম্ন। কেন করোনা ভ্যাকসিনেশনের হার এভাবে নেমে এল ?

আরও পড়ুন :দ্বিতীয় পর্যায়ে পশ্চিম মেদিনীপুরে পুলিশকর্মীদের টিকাকরণ শুরু

স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "কো-উইন পোর্টালের সমস্যার কারণেই রাজ্যে ভ্যাকসিনেশনের হার এত কম হয়েছে । এই সমস্যা এখনও ঠিক হয়নি ।"

স্বাস্থ্য অধিকর্তা জানান, পোর্টাল খুব ধীর গতিতে কাজ করেছে। অনেক ভ্যাকসিন প্রাপকের কাছে এসএমএস-ও পৌঁছায়নি। এই কারণে অনেকে ভ্যাকসিন নিতে পারেননি‌ ৷ তবে, শুধুমাত্র এই পোর্টালের সমস্যা নয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করার সময় গাফিলতি করেছেন অনেক ভ্যাকসিন প্রাপক ৷ যেমন, যে মোবাইল ফোন নম্বর নেওয়া হয়েছে, দেখা গিয়েছে সেখানে 10টি সংখ্যা নেই । এর ফলে, সংশ্লিষ্ট ভ্যাকসিন প্রাপকের কাছে এই পোর্টাল থেকে এসএমএস পৌঁছাতে পারেনি । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "রাজ্যে বুধবার থেকে পুলিশ কর্মীদেরও করোনার ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। কো-উইন পোর্টালে দেখা গিয়েছে বিভিন্ন জেলায় অনেক পুলিশ কর্মীর মোবাইল ফোন নম্বর হিসেবে 10টি সংখ্যা নথিভুক্ত নেই । ফলে ওই পুলিশ কর্মীদের কাছে এই পোর্টাল থেকে এসএমএস পৌঁছতে পারেনি । যে কারণে তাঁরা ভ্যাকসিন নিতে পারেননি ।"

এদিকে, রাজ্যে করোনার আরও একটি ভ্যাকসিন কোভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়েছে । 3 ফেব্রুয়ারি প্রথম দিন এ রাজ্যের মধ্যে কলকাতার তিনটি সেন্টারে কোভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল । এই তিনটি সেন্টার মিলিয়ে গতকাল মাত্র 45 জনকে কোভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । কো-উইন পোর্টালের সমস্যার কারণেই কোভ্যাকসিন-ও নিতে পারেননি অনেকে ।

Last Updated : Feb 4, 2021, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details