পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update in Bengal : জাওয়াদের জেরে রাতভর বৃষ্টি, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা - rainfall overnight in south bengal

গভীর নিম্নচাপে পরিণত হয়ে ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে জাওয়াদ ৷ তার জেরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে কলকাতাতেও রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি (Rainfall Overnight in South Bengal) ৷ কবে কাটবে দুর্যোগ ? কী বলছে হাওয়া অফিস (Weather Update in Bengal) ?

bengal weather
জাওয়াদের জেরে রাতভর বৃষ্টি

By

Published : Dec 6, 2021, 8:35 AM IST

Updated : Dec 6, 2021, 12:08 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : জাওয়াদের জেরে রাতভর বৃষ্টিতে জেরবার শহর থেকে শুরু করে বিভিন্ন জেলা । আলিপুর আবহাওয়া (Weather Update in Bengal) অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যার পর থেকে নিম্নচাপ হয়ে বঙ্গে প্রবেশ করবে ঘূর্ণিঝড় জাওয়াদ । যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ।

সেই মতোই সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয় । রাত দশটার পর থেকে ক্রমাগত বাড়তে থাকে বৃষ্টির (Rainfall Overnight in South Bengal) পরিমাণ ৷ যা এখনও অবিরাম চলছে ৷ আর জেরেই এই ঠান্ডা আবহাওয়ায় জল জমেছে শহরের একাধিক জায়গায় ।

আরও পড়ুন :Depression Effect in South 24 Parganas : প্রবল বৃষ্টি ও কোটালের জেরে বাঁধ ভেঙে প্লাবিত নামখানা, সাগর

যদিও ফিরহাদ হাকিম জল জমার সম্ভাবনা না থাকার কথা জানালেও শহরের বাস্তব চিত্র অনেকটাই আলাদা । আজও মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ।

গত 24 ঘণ্টায় 67.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে । তবে আজ দুপুরের পর থেকে এই দুর্যোগ কিছুটা কমবে বলে আশাবাদী হাওয়া অফিস । মঙ্গলবার থেকে ফের স্বাভাবিক হবে আবহাওয়া । তারপরই শীতের দেখা মিলবে বলে আশা জোগাচ্ছে হাওয়া অফিস । তবে এই অকাল বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ও আলু চাষের অনেকটাই ক্ষতি হয়েছে ৷ তাই চাষিরাও এখন তাকিয়ে রয়েছেন আকাশের দিকে বৃষ্টি কমার আশায় ৷

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ুয়াদের কথা ভেবে অ্যাকটিভিটি টেস্টের শেষ দিনের পরীক্ষা বাতিল করল টাকি বয়েজ স্কুল ৷ এছাড়াও বিভিন্ন স্কুলে পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে । সকালে যে সব স্কুল শুরু হয় তাদের অনেকেই অবশ্য পৌঁছে যান স্কুলে । পরবর্তীতে স্কুল ছুটি হওয়ায় ফের ফিরে আসতে হয় তাঁদের ৷ তবে বলাই যায় জওয়াদের জেরে করোনা পরবর্তী স্কুল জীবনে ফিরল রেনি ডে-র স্মৃতি ৷ আর তাতেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন অনেকেই ৷

আরও পড়ুন :Cyclone Jawad Updates : শক্তি হারিয়ে বঙ্গে ঢুকবে জাওয়াদ

Last Updated : Dec 6, 2021, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details