কলকাতা, 29 ডিসেম্বর: সামনেই গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা কর্পোরেশন। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পৌর প্রশাসনের একটি বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন মেয়র নিজে ৷ গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট কলকাতা। আর এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন কলকাতায় আগত পুণ্যার্থীদের বিনামূল্যে কালীঘাট মন্দির দর্শন করানোর কথা। সেই ইচ্ছেকে মাথায় রেখেই ব্লু-প্রিন্ট হলো এদিনের বৈঠকে। পাশাপশি করোনা পরিস্থিতি দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। এই বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন, মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডিজি-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৈঠকে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। কোন সময় কীভাবে ভিনরাজ্য থেকে আগত পুণ্যার্থীদের কোন রাস্তা দিয়ে বাসে করে কালীঘাট মন্দির ঘুরিয়ে ফের নিরাপদে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে ফেরানো হবে সেই পরিকল্পনা করা হয়। এবার ফের দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গঙ্গাসাগর মেলায় লাখ লাখ লোকের ভিড় হবে। ফলে সেই প্রভাবে রাজ্যে কলকাতায় করোনা পরিস্থিতি যাতে কোনওভাবে খারাপ না হয় সেদিকেও বাড়তি গুরুত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।