পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ সকাল 11টা নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতায় ।

By

Published : Aug 24, 2019, 1:43 PM IST

Updated : Aug 24, 2019, 2:26 PM IST

বৃষ্টি

কলকাতা, 24 অগাস্ট : বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় । সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে । গতকাল রাত থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি শুরু হয় । আজ সকাল থেকে পরিমাণ বাড়ে । এখন অবশ্য আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই ।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা ধীরে ধীরে পরিণত হচ্ছে নিম্নচাপে ৷ তার ফলে আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে । বঙ্গোপসাগরের পাশাপাশি ওড়িশাতেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ । যার ফলে ওড়িশা উপকূলেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রাজ্যজুড়ে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে । মাঝারি থেকে কখনও কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতার তাপমাত্রা আজ সর্বোচ্চ 33.1 ডিগ্রি সেলসিয়াল এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে 95 শতাংশ । ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে ।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে রাজ্যে বৃষ্টি চললেও এই মরশুমে এখনও ঘাটতি মেটেনি বৃষ্টির ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Aug 24, 2019, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details