কলকাতা, 10 মে :বঙ্গ থেকে সরে গেলেও অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (due to Cyclone Asani Heavy Rains Forecast in South Bengal) ৷ বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের 390 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরী থেকে 580 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি । ঘণ্টায় 12 কিলোমিটার বেগে গত ছ'ঘণ্টায় এগিয়েছে ।
বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম বরাবর এগোচ্ছে অশনি । তবে যেভাবে বারবার বাঁক নিচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় হবে বলেই হাওয়া অফিসের অনুমান । ওড়িশার চব্বি উপকূলের দিকে বাঁক নিয়ে আগামী 24 ঘণ্টায় আরও শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি । তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে (West Bengal Weather Forecast) ।
আরও পড়ুন :Rain Forecast : শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অশনি, বঙ্গের প্রাপ্তি ভারী বৃষ্টি