কলকাতা , 27 এপ্রিল : প্রায় দু সপ্তাহ সময় চেয়ে সিবিআইয়ের হাজিরা এড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর নিরাপত্তারক্ষী সাইগেল হুসেন । সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের তরফ থেকে জানানো হয়েছে চারিদিকে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য তিনি বাড়ির বাইরে বেরোচ্ছেন না । পাশাপাশি তিনি শারিরীকভাবে অসুস্থ । ফলে এই অবস্থায় সিবিআই দফতরে আসতে পারবেন না । একই কারণ দেখিয়ে মঙ্গলবারের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হুসেন ৷
করোনার কারণে সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত ও তাঁর নিরাপত্তারক্ষী - nizam palace
করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের হাজিরা এড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর নিরাপত্তারক্ষী সাইগেল হুসেন ৷ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য দু'সপ্তাহ সময় চাইলেন ৷
অনুব্রত মণ্ডলের তরফে এই জবাব পেয়ে দিল্লির সাথে বৈঠকে বসেছে সিবিআই । ফলে তাঁর এই অনুরোধ রাখা হবে নাকি তাকে পুনরায় নোটিস করা হবে তা ঠিক করছে সিবিআই ।
সিবিআই সূত্রের খবর, সম্প্রতি গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে । তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন , বীরভূম জেলার একাধিক জায়গায় গরু পাচার হয়েছিল এবং সেই ঘটনায় সংশ্লিষ্ট জেলার আধিকারিকরাও যুক্ত রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা । পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে অনুব্রত মণ্ডলের কাছে জানতে চাওয়া হয় , তাঁর জেলায় এই ধরনের কাজ হচ্ছিল, আর তিনি জেলার সভাপতি হয়েও গোটা বিষয়টি থেকে কীভাবে নিজেকে আলাদা রেখেছিলেন ৷ এছাড়াও গরু পাচারকারীদের সঙ্গে অনুব্রতবাবুর কোনও যোগাযোগ ছিল কি না, তাও জানতে চাওয়া হয়েছে । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজনীয় সিবিআইয়ের কাছে । এই কারণেই অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছিল সিবিআই ৷ পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষীকেও নোটিস দেওয়া হয়েছিল ৷ করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে তাঁরা দুজনেই আজকের হাজিরা এড়ালেন ৷
আরও পড়ুন :ইটিভি বাল্যভারত, বাংলা ভাষায় শুধুমাত্র ছোটদের একটি চ্যানেল