পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা বিধি ভেঙে পার্টি, 2 অভিজাত হোটেলে 60 দিন বার বন্ধ রাখার নির্দেশ - হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল

করোনা বিধি লঙ্ঘন করে রাতভর পার্টি করার অভিযোগে দুই অভিজাত হোটেলের বার বন্ধের সিদ্ধান্ত নিল আবগারি দফতর ৷ শাস্তিস্বরূপ 60 দিনের জন্য এই বার বন্ধ করা হবে বলে জানিয়েছে আবগারি দফতর ৷

হোটেল
হোটেল

By

Published : Aug 4, 2021, 10:57 AM IST

কলকাতা, 4 অগস্ট : করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ সেই বিধি নিষেধকে তোয়াক্কা না করে রাতভর পার্টি করতে গিয়ে বিপাকে পার্ক হোটেল ও এইচএইচআই কর্তৃপক্ষ ৷ শুনানি শেষে আরও 60 দিন হোটেলের বার অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত আবগারি দফতর ।


গত 16 জুলাই হোটেলের ম্যানেজারকে জেরা করে আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । তাদের বিরুদ্ধে করোনা বিধি উপেক্ষা করে রাতভর পার্টি করার অভিযোগ ছিল ।

তদন্তে নেমে আবগারি দফতর জানতে পারে, কখন মদ সরবরাহ করা হয় । খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও ৷ শুধু তাই নয়, মদ বাইরে থেকে আনা হয়েছিল নাকি হোটেলেই তা সরবরাহ করেছিল তাও শুনানিতে জানতে চায় আবগারি দফতর । এক্ষেত্রে মদ বাইরে থেকে আনা হয়েছিল বলে জানায় হোটেল কর্তৃপক্ষ ।

মদ ছাড়া অন্য কোনও মাদক সরবরাহ করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে আবগারি দফতরের পুলিশ । ইতিমধ্যেই লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন হোটেলে কি কি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে । তার পরিপ্রেক্ষিতেই এতদিন হোটেলের বার বন্ধ রাখে আবগারি দফতর ।

আরও পড়ুন :Malda Youth : পাঁচ বছর পর শিকলমুক্ত সেলিম গেল হাসপাতাল

পার্ক হোটেল ছাড়াও অপর এক অভিজাত হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালের বিরুদ্ধেও করোনা বিধি ভেঙে জন্মদিনের পার্টি করার অভিযোগ ওঠে । পার্টি চলাকালীনই সেখানে হাজির হন আবগারি দফতরের আধিকারিকরা । তদন্ত শুরুর পাশাপাশি তাদের সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করে দেখা হয় ৷ তবে জন্মদিনের পার্টিতে মাদক পরিবেশন করা হয়েছিল কি না সে বিষয়ে এই দুই অভিজাত হোটেলের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর ৷ শাস্তি হিসাবে আগামী 60 দিন দুই হোটেল খোলা থাকলেও বন্ধ থাকবে বার ।

মঙ্গলবার আবগারি দফতরে এই নিয়ে শুনানি শেষে আগামী 60 দিন এই দুই অভিজাত হোটেলের বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল । আবগারি দফতরের তরফে বলা হয়, এই সময় দুই অভিজাত হোটেলে মদ পরিবেশন এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

আরও পড়ুন :প্রশাসনিক সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রত্যন্ত মানিকনগর, দুর্দশায় চার হাজার বাসিন্দা

ABOUT THE AUTHOR

...view details