কলকাতা, 19 ডিসেম্বর: আবারও রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের (Duare Sarkar Receives Award)। এ বার দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হল দুয়ারে সরকার । কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পকে দেশের সেরার সেরা প্রকল্প হিসাবে বেছে নিয়েছে । আগামী 7 জানুয়ারি বিজ্ঞান ভবনে এই প্রকল্পের কারণে রাজ্য সরকারকে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2022-এর সর্বোচ্চ পুরস্কার হিসেবে প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হবে রাজ্যকে ।
নাগরিক পরিষেবা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে জাতীয় স্তরে । এবং দুয়ারে সরকার প্রকল্পে যেভাবে সরাসরি মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পেয়েছেন, তা বাকি অন্য সমস্ত প্রকল্পের থেকে একে আলাদা এবং অনন্য করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল । আর সোমবার এসেছে তারই স্বীকৃতি ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দ্বিতীয় ইনিংসের শেষ দিকে এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার । আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হয় 2020 সালের 1 ডিসেম্বর থেকে । এখনও পর্যন্ত রাজ্যে ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি চলছে । সরকারি পরিষেবাকে সরাসরি উপভোক্তাদের দরজায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে সরাসরি সহজে বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ দিতে এই দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার । এই কর্মসূচি চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল । কারণ দুয়ারে সরকার ছক ভেঙে সাধারণ মানুষকে দেখিয়েছিল সরকারি পরিষেবা পেতে এখন আর সরকারের দরজায় যেতে হয় না । বরং সরকারি আধিকারিকরা আসেন সাধারণ মানুষের দরজায় অর্থাৎ নাগরিকদের মহল্লায় । সে কারণেই বিভিন্ন সময় দেখা গিয়েছে, প্রচুর সংখ্যক মানুষকে সরকারি পরিষেবা গ্রহণ করতে সরাসরি লাইনে দাঁড়াতে ।