পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar Receives Award: ফের রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের, দেশের সেরা প্রকল্পের পুরস্কার পাচ্ছে দুয়ারে সরকার - সেরা প্রকল্পের পুরস্কার

ফের কেন্দ্রের স্বীকৃতি পেল রাজ্য সরকার ৷ সেরা প্রকল্পের পুরস্কার পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Receives Award)৷

ETV Bharat
দুয়ারে সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 19, 2022, 5:16 PM IST

Updated : Dec 19, 2022, 6:21 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: আবারও রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের (Duare Sarkar Receives Award)। এ বার দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হল দুয়ারে সরকার । কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পকে দেশের সেরার সেরা প্রকল্প হিসাবে বেছে নিয়েছে । আগামী 7 জানুয়ারি বিজ্ঞান ভবনে এই প্রকল্পের কারণে রাজ্য সরকারকে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2022-এর সর্বোচ্চ পুরস্কার হিসেবে প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হবে রাজ্যকে ।

নাগরিক পরিষেবা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে জাতীয় স্তরে । এবং দুয়ারে সরকার প্রকল্পে যেভাবে সরাসরি মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পেয়েছেন, তা বাকি অন্য সমস্ত প্রকল্পের থেকে একে আলাদা এবং অনন্য করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল । আর সোমবার এসেছে তারই স্বীকৃতি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দ্বিতীয় ইনিংসের শেষ দিকে এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার । আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হয় 2020 সালের 1 ডিসেম্বর থেকে । এখনও পর্যন্ত রাজ্যে ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি চলছে । সরকারি পরিষেবাকে সরাসরি উপভোক্তাদের দরজায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে সরাসরি সহজে বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ দিতে এই দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার । এই কর্মসূচি চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল । কারণ দুয়ারে সরকার ছক ভেঙে সাধারণ মানুষকে দেখিয়েছিল সরকারি পরিষেবা পেতে এখন আর সরকারের দরজায় যেতে হয় না । বরং সরকারি আধিকারিকরা আসেন সাধারণ মানুষের দরজায় অর্থাৎ নাগরিকদের মহল্লায় । সে কারণেই বিভিন্ন সময় দেখা গিয়েছে, প্রচুর সংখ্যক মানুষকে সরকারি পরিষেবা গ্রহণ করতে সরাসরি লাইনে দাঁড়াতে ।

এই দুয়ারে সরকার ক্যাম্পেনের মাধ্যমে রাজ্য সরকার সরকারি স্তরের মোট 27 প্রকল্পকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেয় । সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পেনের মাধ্যমে প্রায় সাড়ে ছ কোটি মানুষ উপকৃত হয়েছেন । জানা গিয়েছে, এই পরিষেবা প্রদানের জন্য এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছ'লক্ষ ক্যাম্প করা হয়েছে । এখনও পর্যন্ত পাঁচটি পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি সম্পাদন হয়েছে । ইতিমধ্যেই ষষ্ঠ পর্যায়ের কর্মসূচি চলছে । 31 ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে । দুয়ারে সরকার থেকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কিষান ক্রেডিট কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ বিভিন্ন পরিষেবা সরাসরি নাগরিকের মহল্লায় পাওয়া যায় ৷ এর জন্য কোনও সরকারি অফিসের দরজায় গিয়ে কড়া নাড়তে হয় না ।

আরও পড়ুন:দুয়ারে সরকার কতটা সুরাহা করছে সাধারণ মানুষের, জানতে বৈঠকে মুখ্যসচিব

প্রসঙ্গত বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । তার আগে রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । বিশেষ করে দুয়ারে সরকারের মতো একটি প্রকল্প যা সরাসরি মানুষের সঙ্গে সম্পর্কিত তা কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ায় এর লাভ সরাসরি তৃণমূল কংগ্রেস তার ভোটবাক্সে পেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

প্রসঙ্গত এ কথা ভুলে গেলে চলবে না শুধু এই কেন্দ্রীয় স্বীকৃতি নয়, ইতিমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচি স্কচ আওয়ার্ডও জিতে নিয়েছে । আগামী 7 ডিসেম্বর রাষ্ট্রপতি নিজে হাতে রাজ্যের আধিকারিকদের এই পুরস্কার তুলে দেবেন বলে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত নবান্নের তরফে এটা স্পষ্টভাবে বলা হয়নি, এই পুরস্কার নিতে রাজ্যের কোনও মন্ত্রী যাবেন নাকি কোনও আধিকারিককে পাঠানো হবে ।

Last Updated : Dec 19, 2022, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details