কলকাতা, 5 ডিসেম্বর:রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের সমস্ত অভাব-অভিযোগ দূর করতে বদ্ধপরিকর রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ আর সেই কারণেই এবার দুয়ারে সরকারের সময়সীমা আরও বাড়ানো হয়েছে ৷ তাতে উপভোক্তারা সুবিধা পেলেও খেসারত দিতে হচ্ছে বিভিন্ন পৌরস্কুলের (Corporation Schools) পড়ুয়াদের ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷
কেন একথা বলা হচ্ছে ? সূত্রের খবর, অন্য়ান্য সরকারি কর্মসূচি রূপায়নের মতো দুয়ারে সরকারের শিবিরও করা হচ্ছে স্কুলশিক্ষকদের সহযোগিতা ৷ দুয়ারে সরকার সচল রাখতে ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) পরিচালিত স্কুলগুলি থেকে প্রায় 600 শিক্ষককে তুলে নেওয়া হয়েছে ৷ এদিকে, করোনার প্রকোপ কমায় সবেমাত্র স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু, শিক্ষকরা দুয়ারে সরকার নিয়ে ব্যস্ত থাকায় পৌরস্কুলগুলি পড়াশোনা লাটে উঠেছে !