কলকাতা, 7 ফেব্রুয়ারি: শুরু হল 'দুয়ারে পিজির ডাক্তার' পরিষেবা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশ মেনে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকরা। যা শুরু হল আজ থেকে ৷ এই পরিষেবা দেওয়ার জন্য মঙ্গলবার 40 জন চিকিৎসক রওনা দিলেন কেশিয়ারিতে । 8 ও 9 তারিখ ক্যাম্প হবে ওই এলাকার রবীন্দ্র ভবনে । সেখানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকেরা (Duare PG Doctor camp to start from Keshiary) ৷
উল্লেখ্য, জানুয়ারি মাসের 16 তারিখ এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবস ছিল ৷ সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন গ্রামে গ্রামে জুনিয়র চিকিৎসকদের পাঠানোর। স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দেওয়া মাত্রই শুরু কাজ। তারপরেই ফেব্রুয়ারি 7 তারিখ অর্থাৎ আজ কেশিয়ারিতে গেলেন 40 জন চিকিৎসক। এসএসকেএমের মেডিসিন, পেডিয়াট্রিক, স্কিন কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি ও ইএনটি বিভাগের চিকিৎসকরা আজ গিয়েছেন ওই এলাকায় ।