কলকাতা, 23 জুন : কোরোনার থাবা এবার রাজ্য মানবাধিকার কমিশনে । আক্রান্ত হলেন মানবাধিকার কমিশনের DSP তাপস চক্রবর্তী । তাঁঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কমিশনের দপ্তরে ।
COVID-19 আক্রান্ত রাজ্য মানবাধিকার কমিশনের DSP
রাজ্য মানবাধিকার কমিশনের DSP তাপস চক্রবর্তী শনিবার থেকে অসুস্থ বোধ করেন । শরীরে কোরোনার উপসর্গ দেখা দিলে তাঁঁর সোয়াব টেস্ট করা হয় । সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ।
সূত্রের খবর, গত শুক্রবার পর্যন্ত অফিস করেছেন তাপসবাবু। শনিবার তিনি অসুস্থ বোধ করেন । রবিবার তাঁঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । জ্বরের সঙ্গে শুকনো কাশি । পরে তাঁঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । তার রিপোর্টে COVID-19 পজ়িটিভ আসে । আজ তিনি হাওড়ার আই এল এস হাসপাতালে ভরতি হয়েছেন ।
যেহেতু শুক্রবার পর্যন্ত তিনি অফিস করেছেন, তাই তাঁঁর সংস্পর্শে এসেছেন মানবাধিকার কমিশনের অনেকে । ফলে অফিস কর্মীরা রীতিমতো আতঙ্কিত । তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । মানবাধিকার কমিশনের অফিস স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হয়েছে । তাপসবাবুর পরিবারের লোকজনের কোরোনার পরীক্ষা করা হবে বলে জানা গেছে । ইতিমধ্যে তাঁর পরিবারের সকলকে হোম কোয়ারানটিন করা হয়েছে ।