পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DSO Meets Governor: 9 বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ! অচলাবস্থা কাটাতে রাজ্যপালের দ্বারস্থ ডিএসও - DSO Meets Governor

উপাচার্য-সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে পথে নামল এআইডিএসও (AIDSO)৷ রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন জমা দিল তারা ৷

ETV Bharat
এআইডিএসওর আন্দোলন

By

Published : Feb 27, 2023, 10:22 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যের 30টিরও বেশি সরকারি সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে 9টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন । সম্প্রতি আরও দু'টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে । এমতাবস্থায় সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক দাবি আদায়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলল এআইডিএসও (All India Democratic Students Organisation - AIDSO)। এই দাবি পূরণ করতে সোমবার মিছিল করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দেয় এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি নেতৃত্ব ।

রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশনের পথে ডিএসও
গত 24 ফেব্রুয়ারি এআইডিএসও সংগঠনের পক্ষ থেকে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয় । এরপর আজ সোমবার এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজভবনে বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের কাছে এবং বিকাশ ভবনের উচ্চশিক্ষা দফতরে ডেপুটেশন দেওয়া হয় । এরপর কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল কলেজ স্ট্রিট পরিক্রমা করে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সভা দিয়ে শেষ হয় । এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে মেদিনীপুর এবং তমলুক শহরে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় । উচ্চশিক্ষার এই দ্রুত অচলাবস্থা কাটানোর দাবিতে ছাত্র আন্দোলনকে আরও সারা রাজ্যের ছাত্রছাত্রী-সহ শিক্ষাপ্রেমী জনসাধারণকে প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানানো হয় ।
উপাচার্য-সহ সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ ডিএসও
এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, "আজ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সমস্ত জেলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় । রাজ্যে 30টিরও বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের 9টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় রয়েছে । সম্প্রতি আরও দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে । এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির দৈনন্দিন কাজে প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের । একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজে যে অচলাবস্থা তৈরি হয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details