পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আগামী 5 দিন বঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস - Weather Update of West Bengal

সংক্রান্তিতে পারদ উঠল স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি (Weather Update of West Bengal)৷ ঘন কুয়াশা বজায় থাকবে আগামী পাঁচদিন ৷

Etv Bharat
পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

By

Published : Jan 16, 2023, 6:45 AM IST

কলকাতা, 16 জানুয়ারি: কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে । সংক্রান্তির উষ্ণ আবহে সেই সম্ভাবনা কতটা তার কোনও পূর্বাভাস হাওয়া অফিস দেয়নি । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি (Weather Forecast of West Bengal)। স্বাভাবিক হত যদি পারদ এই সময় 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করত ।

আবহবিদরা বলছেন 15 ডিগ্রির নিচে পারদ পতনের সম্ভাবনা কম । তবে বঙ্গে শীত কয়েক দফায় আসে । সেদিক থেকে দেখলে মাঘ মাসে পারদ পতনের উদাহরণ রয়েছে । তাই এবছরেও শীতের প্রত্যাবর্তন সম্ভব । হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকবে । ঘন কুয়াশা ভোরের দিকে দৃশ্যমানতায় সমস্যা তৈরি করতে পারে । নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আরও পড়ুন :মাঘের শুরুতেই বিয়ের ফুল ফুটবে কাদের ? জানতে দেখুন রাশিফল

আবহাওয়ার এইসময় উষ্ণ হওয়ার কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয় । সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করাতেই এই বিপত্তি । কলকাতা এবং জেলাগুলোর তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে । দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচদিন ওই উচ্চচাপ বলয় অবস্থান করাতেই পারদ চড়ছে । উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের জোর যদি বেশি থাকত তাহলে ঠান্ডা বজায় থাকত । কিন্তু তা হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে । দার্জিলিং ও কালিম্পংয়ে 18 জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তার জেরে তাপমাত্রা এখনকার মত পাঁচ ডিগ্রি বেশি না হলেও স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি বেশি থাকবে তখন । উত্তরবঙ্গে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে । বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে ।

আরও পড়ুন :হারিয়ে যাওয়া প্রিয় শীতকে রতনতনুর চিঠি

ABOUT THE AUTHOR

...view details