পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতের ময়দানে নেশাগ্রস্ত অর্ধনগ্ন যুবতি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি - অর্ধনগ্ন যুবতি

নেশাগ্রস্ত অবস্থায় রেড রোড দিয়ে হাঁটতে দেখা যায় এক যুবতিকে ৷ পরনে শুধুই একটি প্যান্ট ৷ তা দেখে পুলিশে খবর দেন কয়েকজন । পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায় ৷

রাতের ময়দানে নেশাগ্রস্ত অর্ধনগ্ন যুবতি
রাতের ময়দানে নেশাগ্রস্ত অর্ধনগ্ন যুবতি

By

Published : Jun 24, 2020, 2:36 PM IST

Updated : Jun 24, 2020, 3:56 PM IST

কলকাতা, 24 জুন : পরনে শুধুই একটি প্যান্ট ৷ রেড রোডের ধার ধরে হেঁটে চলেছেন যুবতি ৷ দেখেই বোঝা যায় তিনি মত্ত ৷ রাতের কলকাতায় এই ছবি দেখে হতবাক সকলেই ৷ পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ৷

গতরাতে ময়দান চত্বরে মদ্যপান করছিলেন পদ্মপুকুর এলাকার বাসিন্দা ওই যুবতি ৷ সঙ্গে ছিলেন এক যুবক ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎই ওই পুরুষসঙ্গীর কাছে নিজের ব্যাগ রেখে উঠে পড়েন তিনি ৷ খুলে ফেলেন ঊর্ধ্বাঙ্গের পোশাক ৷ তারপর অর্ধনগ্ন অবস্থায় হাঁটতে শুরু করেন রেড রোড ধরে ৷ সেই সময় একটি গাড়ির যাত্রীদের বিষয়টি নজরে আসে ৷ তাঁরাই ময়দান থানায় খবর দেন ৷

রাতের ময়দানে নেশাগ্রস্ত অর্ধনগ্ন যুবতি

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে আসে একটি টহলদারি ভ্যান ৷ তবে ভ্যানে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না ৷ তাই গিয়েও কিছু করতে পারেননি তাঁরা ৷ নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবতি পুলিশকর্মীদের দেখে ধাক্কাধাক্কি শুরু করে দেন ৷ পরে মহিলা পুলিশ ঘটনাস্থানে আসে ৷ তারাই ওই যুবতিকে আটক করে থানায় নিয়ে যায় ৷ কেন যুবতির এহেন আচরণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ রাতেই পরিবারের হাতে ওই যুবতিকে তুলে দেওয়া হয় ৷

Last Updated : Jun 24, 2020, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details