পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drugs Seized in Kolkata: কলকাতায় 30 কোটির মাদক উদ্ধার, মিলল ঝাড়খণ্ড যোগ

কাঁড়ি কাঁড়ি টাকার পর এবার কলকাতায় উদ্ধার হল 30 কোটি টাকার মাদক (Drugs Seized in Kolkata) ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ উৎসবের মরশুমে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF) ৷

Drugs Seized in Kolkata worth Rupees 30 Crore
Drugs Seized in Kolkata: কলকাতায় 30 কোটির মাদক উদ্ধার, মিলল ঝাড়খণ্ড যোগ

By

Published : Oct 22, 2022, 12:47 PM IST

Updated : Oct 22, 2022, 1:23 PM IST

কলকাতা, 22 অক্টোবর: কলকাতার একটি গুদাম থেকে বাজেয়াপ্ত করা হল 30 কোটি টাকার মাদক (Drugs Seized in Kolkata) ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF)-এর সদস্যরা ৷ ধৃতদের নাম সুলতান আহমেদ, মহম্মদ কলিম এবং ফিরোজ আলম ৷ এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কলকাতার ওই গুদাম থেকে 3600.7 কেজি মাদক উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ওই মাদকের নাম পপি স্ট্র (Poppy Straw) ৷ যা আদতে এক ধরনের আফিম (Opium) ৷ ঘটনায় ঝাড়খণ্ড যোগ রয়েছে বলে দাবি সূত্রের ৷

গত 14 অক্টোবর শহরের এজেসি বোস রোড লাগোয়া একটি এলাকা থেকে নওসাদ আনসারি নামে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে মাদক-সহ গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় 531 কেজি পপি স্ট্র ৷ পরবর্তীতে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করেন গোয়েন্দারা ৷ তাঁরা জানতে পারেন, এই মাদক আমদানি করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে ৷ বস্তুত, কলকাতা ছিল মাদকপাচারকারীদের করিডর ৷ তারা এই পথেই বাংলায় মাদক ঢুকিয়েছিল ৷ এবং সেই মাদক বিভিন্ন গন্তব্যে সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল নওসাদকে ৷

আরও পড়ুন:করিমগঞ্জ থেকে প্রায় 47 কোটির মাদক উদ্ধার বিএসএফ-অসম পুলিশের

ধৃত ব্যক্তিকে লাগাতার জেরা করে এসটিএফ জানতে পারে, আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির চৌভাগায় একটি গুদাম ঘরে আগেও এই মাদক সরবরাহ করেছে সে ৷ এরপর সেই গুদামে তল্লাশি অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, গুলশন কলোনির এই গুদাম ঘরে মাদকগুলি মজুত রেখে রেখে তা শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল ধৃতরা ৷ গোয়েন্দাদের অনুমান, এই কাণ্ডের পিছনে বিরাট চক্র রয়েছে ৷ শুধুমাত্র ঝাড়খণ্ড নয়, এক্ষেত্রে আন্তর্জাতিক যোগও থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, নওসাদ আনসারিকে জেরা করেই বাকি তিন অভিযুক্তের সন্ধান মেলে ৷ সেই সূত্র ধরেই শুক্রবার রাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয় ৷ এবার এই তিনজনকে হেফাজতে নিয়ে এই মাদকপাচার চক্রের গোড়ায় পৌঁছতে চান গোয়েন্দারা ৷

Last Updated : Oct 22, 2022, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details