কলকাতা, 22 অক্টোবর: কলকাতার একটি গুদাম থেকে বাজেয়াপ্ত করা হল 30 কোটি টাকার মাদক (Drugs Seized in Kolkata) ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF)-এর সদস্যরা ৷ ধৃতদের নাম সুলতান আহমেদ, মহম্মদ কলিম এবং ফিরোজ আলম ৷ এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কলকাতার ওই গুদাম থেকে 3600.7 কেজি মাদক উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ওই মাদকের নাম পপি স্ট্র (Poppy Straw) ৷ যা আদতে এক ধরনের আফিম (Opium) ৷ ঘটনায় ঝাড়খণ্ড যোগ রয়েছে বলে দাবি সূত্রের ৷
গত 14 অক্টোবর শহরের এজেসি বোস রোড লাগোয়া একটি এলাকা থেকে নওসাদ আনসারি নামে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে মাদক-সহ গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় 531 কেজি পপি স্ট্র ৷ পরবর্তীতে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করেন গোয়েন্দারা ৷ তাঁরা জানতে পারেন, এই মাদক আমদানি করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে ৷ বস্তুত, কলকাতা ছিল মাদকপাচারকারীদের করিডর ৷ তারা এই পথেই বাংলায় মাদক ঢুকিয়েছিল ৷ এবং সেই মাদক বিভিন্ন গন্তব্যে সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল নওসাদকে ৷