কলকাতা, 26 সেপ্টেম্বর: সব খেলার সেরা বাঙালির ফুটবলের মতোই সব উৎসবের সেরা দুর্গাপুজোও। আশ্বিনের শারদ প্রাতে দুর্গোৎসবকে ঘিরে বাঙালি অপেক্ষা করে থাকে। এবার সেই উৎসবে ভিন্ন মাত্রা দিতে যোগ হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। 1 অক্টোবর থেকে 3 অক্টোবর পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। বড় কোনও ক্লাব নয়,এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণের সেরা পুজো কমিটিগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগানই এই ফুটবল টুর্নামেন্টের অনুপ্রেরণা।
বিদেশে ফুটবল প্রতিযোগিতার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেই ফুটবল প্রতিযোগিতাকে দুর্গোৎসবের সঙ্গে জড়িয়ে দেওয়ার ভাবনা অভিনব বলেই মনে করছেন আয়োজকরা। ফলে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই খেলার লড়াইয়ের রূপ নিচ্ছে। এই টুর্নামেন্টের সেরা দলকে দেওয়া হবে সেরা পুজো কমিটি ফুটবল দলের ট্রফিও। সম্পূর্ণ নতুন ভাবনা উৎসবের মরসুমে একটি ভিন্ন দিক খুলে দেবে বলেই মনে করা হচ্ছে।