কলকাতা, 17 অগস্ট:মাদক দ্রব্যের সেবন সমাজে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে । মাদক দ্রব্য ব্যবহারের ফলে নতুন প্রজন্ম দিকভ্রষ্ট হয়ে পড়ছে । কলকাতায় আজ এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাজভবনে নেশামুক্তি অভিযান প্রচারের সূচনা অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন রাষ্ট্রপতি ।
আজ কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রহ্মকুমারীর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজভবনে পৌঁছন । মাদক দ্রব্য সেবন এবং তার কুফল নিয়ে ব্রহ্মকুমারীর অনুষ্ঠান ‘আমার বাংলা নেশামুক্ত বাংলা’র সূচনা করেন রাষ্ট্রপতি । রাষ্ট্রপতি ও রাজপাল সিভি আনন্দ বসু ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।
ব্রহ্মকুমারীর প্রচার অভিযানের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, মাদক দ্রব্যের সেবন দেশ ও সমাজের জন্য যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে । নেশার প্রভাবে যুবসমাজ তাদের জীবনে সঠিক দিশা হারিয়ে ফেলছে । তারা দিকভ্রষ্ট হয়ে পড়ছে । দেশ এবং সমাজের কাছে এটা অত্যন্ত চিন্তার বিষয় ও দুর্ভাগ্যজনক । এই সমস্যার সমাধান করতে হলে সমাজের সবাইকে একযোগে লড়াই করতে হবে বলে বার্তা দেন রাষ্ট্রপতি ।
রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সচেতনতা, ধ্যান, সামাজিক সহমর্মিতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব । দ্রৌপদী মুর্মু এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা ও এর মোকাবিলায় কাজ করার জন্য ব্রহ্মকুমারীর মতো সংস্থাগুলির প্রশংসা করেন ।
আরও পড়ুন:রণতরী নির্মাণে আত্মনির্ভর হচ্ছে ভারত, কলকাতায় আইএনএস বিন্ধ্যগিরি সূচনা করে বললেন রাষ্ট্রপতি