কলকাতা, 27 মার্চ:দু'দিনের বঙ্গ সফরে এসে সোমবার নেতাজি ভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Murmu Visits Netaji and Tagore Houses)৷ তাঁর সফর ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷
সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভবন পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu in Kolkata)৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে নেতাজি ভবন ঘুরে দেখার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশে শ্রদ্ধাও জানান রাষ্ট্রপতি ৷ সোমবার সকালে 'নেতাজি ভবন' পরিদর্শনের সময় তাঁকে দেশের স্বাধীনতা সংগ্রামের বেশ কয়েকটি ঘটনার সাক্ষী এই ঐতিহাসিক ভবনটির তাৎপর্য সম্পর্কে জানান নেতাজির প্রপৌত্র সুমন্ত্র বসু ৷
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মুর্মুকে প্রথমে ঐতিহাসিক গাড়ি 'দ্য 1937 ওয়ান্ডারার ডব্লিউ24' দেখানো হয় ৷ 1941 সালের 16 জানুয়ারি এই গাড়িতে চড়েই তাঁর বাসভবন থেকে নেতাজির মহানিষ্ক্রমণ ঘটে । রাষ্ট্রপতি নেতাজির অধ্যয়ন কক্ষ, তাঁর শয়নকক্ষ এবং 'মহানিষ্ক্রমণের সিঁড়ি' চাক্ষুস করেন ৷ এই সিঁড়ি দিয়েই নেতাজি নীচে নেমে এসেছিলেন যেখানে তাঁর ভাগ্নে শিশির বসু তাঁকে নিয়ে পালানোর জন্য ওয়ান্ডারার পার্ক করে রেখেছিলেন ।
নেতাজি ভবনে প্রায় 10 মিনিট কাটানোর পর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শনে যান (Murmu in Jorasanko Thakurbari)৷ ঠাকুরবাড়ির কক্ষগুলির চারপাশ ঘুরে দেখেন ৷ যেখানে কবিগুরুর জন্ম হয়েছিল, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং যেখানে তিনি তাঁর বেশিরভাগ সময় কাটিয়েছিলেন -এই সব ঘুরে দেখে শতাব্দী প্রাচীন কাঠামোর সংরক্ষণে হতবাক হন রাষ্ট্রপতি ৷ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র এ কথা জানিয়েছেন ৷ আরবিইউ কর্তৃপক্ষ রাষ্ট্রপতিকে রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি প্রকাশনা এবং তাঁর একটি ছবি উপহার দিয়েছে । জোড়াসাঁকোয় রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা ৷