কলকাতা, 1 জানুয়ারি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিভি আনন্দ বোসের পরামর্শে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ঘটুক উষ্ণ অভ্যর্থনা-সহ সেই কামনাই করেছেন রাষ্ট্রের দুই প্রধান। মঙ্গলবার অর্থাৎ, 2 জানুয়ারি রাজ্যপালের জন্মদিন। তার আগের দিন সন্ধ্যায় অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি সিভি আনন্দ বোস।
রাজ্যপালের কাছে পাঠানো ব্যক্তিগত বার্তায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডাঃ সি.ভি. আনন্দ বোসকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, "জনজীবনে আপনার বিশাল অভিজ্ঞতা জাতির সম্পদ। জনকল্যাণ ও জাতির সেবার প্রতি আপনার নিষ্ঠার সঙ্গে আপনি যে মানদণ্ড স্থাপন করেছেন তা রাজ্যের জনগণের উন্নয়নে সহায়তা করবে। আপনার নির্দেশনায় রাজ্য উন্নয়নের নতুন উচ্চতায় ছুঁতে থাকুক।" মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। রাষ্ট্রপতি জাতির জন্য সিভি আনন্দ বোসের 'নিবেদিত সেবা'র প্রশংসা করেছেন।
1951 সালের 2 জানুয়ারি কেরলের মান্নানামে জন্মগ্রহণ করেন সিভি আনন্দ বোস। সেখানেই তাঁর ছেলেবেলা কাটে এবং সেখানেই উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর পিলানীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে পিএইচডি করেন তিনি। আনন্দ বোস 1977 সালে ভারতীয় প্রশাসনিক পরিষেবাতে যোগদান করেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট এবং শিক্ষা, বন ও পরিবেশ, শ্রম এবং সাধারণ প্রশাসনের মতো বিভিন্ন মন্ত্রণালয়ে প্রিন্সিপাল সেক্রেটারি এবং অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করেন। 17 নভেম্বর 2022 বোসকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছিলেন ।