কলকাতা, 30 নভেম্বর: বুধবার শাহী সভায় ড্রপবক্স দেখেছিল বাংলার মানুষ । দুর্নীতি তথা বঞ্চিত মানুষ তাঁদের অভিযোগ জানানোর জন্য এই ড্রপবক্সকে বেছে নিয়েছিলেন । বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, এই ড্রপবক্সে জমা করা অভিযোগ সরাসরি পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী দরবারে । এ বার একই কায়দায় ড্রপবক্স বসল রাজ্য বিধানসভার লবিতে । তবে এই ড্রপবক্স বসানোর পেছনে বিজেপি নেই । রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামীণ পানীয় জল সংক্রান্ত অভিযোগ জানতে এই ড্রপবক্স বসানো হল বিধানসভার লবিতে ।
ঘটনার সূত্রপাত গতকাল ৷ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একাধিক শাসক এবং বিরোধী দলের বিধায়ক পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন । গ্রামীণ ক্ষেত্রে পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর গুরুত্ব বুঝে অধ্যক্ষ নিজেই এই বিষয়ে অভিযোগ জানাতে ড্রপবক্স বসানোর কথা বলেছিলেন । এ ক্ষেত্রে যেমন বলা তেমন কাজ । তাঁর নির্দেশ মতো আজ বিধানসভার লবিতে বসল ড্রপবক্স । আজ সারাদিন গ্রামীণ পানীয় জল নিয়ে অভিযোগ জানাতে পারবেন বিধায়কেরা । এরপর এই অভিযোগ পত্রগুলি সরাসরি মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে । তারপর তিনি কী পদক্ষেপ করেন সেটাই দেখার ।