কলকাতা, 15 এপ্রিল:ঘিঞ্জি বস্তি এলাকা অথবা সংকীর্ণ গলিপথের কোনও বহুতলে আগুন লাগলে তা নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলবাহিনীকে ৷ আগুনের উৎসে পৌঁছতে সময় বেশি লাগায় তা আরও ছড়িয়ে পড়ে ৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে ৷ এই সমস্ত বিপত্তি কমাতে ইতিমধ্যেই দমকল এনেছে আধুনিক রোবট ৷ যা আগুন নেভাতে দমকলকর্মীদের সহযোগিতা করবে ৷ কিন্তু, অগ্নিকাণ্ডের সময় এমন কিছু জায়গা থাকে, যা নজরে আসতে সময় লেগে যায় ৷ আর সেইসব জায়গা থেকেই নতুন করে আগুন ফের ছড়াতে শুরু করে ৷ এবার সেই সমস্যারও সমাধান হতে চলেছে ৷ দমকলবাহিনীতে যুক্ত হচ্ছে আধুনিক ড্রোন ৷ যার মাধ্যমে শুধু আগুনের উৎস খোঁজাই নয়, প্রয়োজনে আগুনে জল দিতেও এই ড্রোন ব্যবহার করা যাবে ! দমকল সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷
ছোট, বড় প্রভৃতি সবধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রতি নিয়ত রাজ্যের দমকলবাহিনীতে আধুনিক সরঞ্জাম আনা হচ্ছে ৷ ইতিমধ্যেই ছ'টি হাইড্রলিক ল্যাডার আনা হয়েছে ৷ যার মধ্য়ে একটি 68 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছতে সক্ষম ৷ তপসিয়া, তিলজলা, ট্য়াংরার মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় ছোট আগুন লাগলেও তা বাগে আনতে সমস্যা হয় ৷ এই সমস্য়ার কথা মেনে নিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও ৷ কিছুদিন আগেই তিলজলায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয় ৷ ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিনা অনুমতিতেই চলছিল কারখানা ৷ সেই কারখানায় আগুন লাগায় ঘটে যায় বিপত্তি ৷ মন্ত্রী জানান, অনেক জায়গাতেই দমকলের বড় গাড়ি ঢোকাতে সমস্য়া হয় ৷ স্থানীয়রা সহযোগিতা না করলে দ্রুত আগুন নেভানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় ৷