পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drone for Fire Fighting: রোবটের পর ড্রোন, আরও আধুনিক হচ্ছে দমকল বিভাগ - কলকাতা

আরও আধুনিক হচ্ছে দমকলবাহিনী ৷ আগেই বাহিনীতে এসেছিল রোবট ৷ এবার যুক্ত হচ্ছে অত্য়াধুনিক ড্রোন ৷

Drones to be included in Fire Department for Fire Fighting operations
ফাইল ছবি

By

Published : Apr 15, 2023, 8:18 PM IST

কলকাতা, 15 এপ্রিল:ঘিঞ্জি বস্তি এলাকা অথবা সংকীর্ণ গলিপথের কোনও বহুতলে আগুন লাগলে তা নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলবাহিনীকে ৷ আগুনের উৎসে পৌঁছতে সময় বেশি লাগায় তা আরও ছড়িয়ে পড়ে ৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে ৷ এই সমস্ত বিপত্তি কমাতে ইতিমধ্যেই দমকল এনেছে আধুনিক রোবট ৷ যা আগুন নেভাতে দমকলকর্মীদের সহযোগিতা করবে ৷ কিন্তু, অগ্নিকাণ্ডের সময় এমন কিছু জায়গা থাকে, যা নজরে আসতে সময় লেগে যায় ৷ আর সেইসব জায়গা থেকেই নতুন করে আগুন ফের ছড়াতে শুরু করে ৷ এবার সেই সমস্যারও সমাধান হতে চলেছে ৷ দমকলবাহিনীতে যুক্ত হচ্ছে আধুনিক ড্রোন ৷ যার মাধ্যমে শুধু আগুনের উৎস খোঁজাই নয়, প্রয়োজনে আগুনে জল দিতেও এই ড্রোন ব্যবহার করা যাবে ! দমকল সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷

ছোট, বড় প্রভৃতি সবধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রতি নিয়ত রাজ্যের দমকলবাহিনীতে আধুনিক সরঞ্জাম আনা হচ্ছে ৷ ইতিমধ্যেই ছ'টি হাইড্রলিক ল্যাডার আনা হয়েছে ৷ যার মধ্য়ে একটি 68 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছতে সক্ষম ৷ তপসিয়া, তিলজলা, ট্য়াংরার মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় ছোট আগুন লাগলেও তা বাগে আনতে সমস্যা হয় ৷ এই সমস্য়ার কথা মেনে নিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও ৷ কিছুদিন আগেই তিলজলায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয় ৷ ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিনা অনুমতিতেই চলছিল কারখানা ৷ সেই কারখানায় আগুন লাগায় ঘটে যায় বিপত্তি ৷ মন্ত্রী জানান, অনেক জায়গাতেই দমকলের বড় গাড়ি ঢোকাতে সমস্য়া হয় ৷ স্থানীয়রা সহযোগিতা না করলে দ্রুত আগুন নেভানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় ৷

আরও পড়ুন:তিলজলার ছাপাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল বাবা ও ছেলের

শুক্রবার দমকলের তরফে একটি কর্মশালার আয়োজন করা হয় অ্য়াকাডেমি অব ফাইন আর্টসে ৷ উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷ 'ফায়ার সেফটি উইক' উপলক্ষে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি ৷ মন্ত্রী বলেন, যেকোনও জায়গায় কোনও কারখানা বা প্রতিষ্ঠান থাকলে তার জন্য দমকলের অনুমতি নিতেই হবে ৷ নিয়ম না মানলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷ তিনি জানান, এই অনিয়মের জন্যই খড়দার একটি ঘটনায় সংশ্লিষ্ট কারখানার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হয় ৷ মন্ত্রী আরও জানান, কলকাতা পৌরনিগম, কলকাতা পুলিশ ও দমকলের যৌথ প্রতিনিধিদল মাঝেমধ্যেই শহর কলকাতায় পরিদর্শন চালাচ্ছে ৷ অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে নিয়মিত মানুষকে সচেতন করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details