কলকাতা, 10 জানুয়ারি : আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভোর থেকেই ঘন কুয়াশা রয়েছে রাজ্যের প্রায় সব জেলায় । তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হবে । কমবে তাপমাত্রাও ।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতকাল সকাল থেকেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে । বৃষ্টির কারণে আজ থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এদিকে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার ফলে আগামী দু'দিন ঘন কুয়াশা থাকবে । রাস্তা পারাপার ও গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস ।
আজ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । উত্তরবঙ্গে আগামী দু'দিন মরশুমের শীতলতম দিন হতে পারে বলেও জানিয়েছে তারা । এই দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে কম থাকবে । উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই । রবিবারের পর থেকে আরও একবার নামবে তাপমাত্রা ।