কলকাতা, 29 মে: মাঝে বন্ধ হয়ে গেলেও আগামী মাস থেকে আবারও চালু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সই শুধু নয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং লার্নাস লাইসেন্স ও দেওয়া হবে স্মার্ট কার্ড আকারেই। পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং অত্যাধুনিক করায় সচেষ্ট হয়েছে রাজ্য পরিবহণ বিভাগ। তাই এবার বাড়িতে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স এবং তাও আবার এটিএম কার্ডের আকারে। নাম 'স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড'।
এর ফলে চালকদের শংসাপত্রর জন্য পরীক্ষা দেওয়ার পর বার বার তদবির করতে হবে না। পাশাপাশি লাইসেন্স সংগ্রহ করার জন্য লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। শুধু তাই নয়, এই ড্রাইভিং লাইসেন্স বের করে দেওয়ার নামে যে দালাল চক্র চলে তাতেও রাশ টানা যাবে । যদিও বেশ কিছুদিন হল এই ব্যবস্থা ধীরে ধীরে পুরোটাই অনলাইনে রূপান্তরিত হচ্ছে বলে এই দালাল চক্র থেকে অনেকটা হলেও নিস্তার পাওয়া গিয়েছে। এবার সেই পথে আরও খানিকটা অগ্রসর হওয়া যাবে। জানা গিয়েছে, এবার থেকে ড্রেসিং পরীক্ষা দেওয়ার একঘণ্টার মধ্যেই মোবাইলে চলে আসবে প্রয়োজনীয় কাগজের সফট কপি। তারপর দুই থেকে তিন দিনের মধ্যে বাড়ির ঠিকানায় চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। কুরিয়ারের মাধ্যমে বাড়ির ঠিকানায় চলে আসবে স্মার্ট কার্ড।