পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Driving License: এবার মিলবে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, কী কী সুবিধা পাবেন গ্রাহকরা? - পিভিসি বা স্মার্ট কার্ড আকারে ড্রাইভিং লাইসেন্স

আগামী মাস থেকে স্মার্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ৷ বাড়িতে বসেই পেয়ে যাবেন এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ৷ এতে কী কী সুবিধা মিলবে তা জেনে নিন...

Driving License
এবার মিলবে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

By

Published : May 29, 2023, 2:12 PM IST

কলকাতা, 29 মে: মাঝে বন্ধ হয়ে গেলেও আগামী মাস থেকে আবারও চালু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সই শুধু নয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং লার্নাস লাইসেন্স ও দেওয়া হবে স্মার্ট কার্ড আকারেই। পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং অত্যাধুনিক করায় সচেষ্ট হয়েছে রাজ্য পরিবহণ বিভাগ। তাই এবার বাড়িতে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স এবং তাও আবার এটিএম কার্ডের আকারে। নাম 'স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড'।

এর ফলে চালকদের শংসাপত্রর জন্য পরীক্ষা দেওয়ার পর বার বার তদবির করতে হবে না। পাশাপাশি লাইসেন্স সংগ্রহ করার জন্য লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। শুধু তাই নয়, এই ড্রাইভিং লাইসেন্স বের করে দেওয়ার নামে যে দালাল চক্র চলে তাতেও রাশ টানা যাবে । যদিও বেশ কিছুদিন হল এই ব্যবস্থা ধীরে ধীরে পুরোটাই অনলাইনে রূপান্তরিত হচ্ছে বলে এই দালাল চক্র থেকে অনেকটা হলেও নিস্তার পাওয়া গিয়েছে। এবার সেই পথে আরও খানিকটা অগ্রসর হওয়া যাবে। জানা গিয়েছে, এবার থেকে ড্রেসিং পরীক্ষা দেওয়ার একঘণ্টার মধ্যেই মোবাইলে চলে আসবে প্রয়োজনীয় কাগজের সফট কপি। তারপর দুই থেকে তিন দিনের মধ্যে বাড়ির ঠিকানায় চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। কুরিয়ারের মাধ্যমে বাড়ির ঠিকানায় চলে আসবে স্মার্ট কার্ড।

আরও পড়ুন:জি-20 লোগো সমন্বয়ে নয়া স্মার্ট কার্ড বিক্রি শুরু মেট্রোয়

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট ওফ রেজিস্ট্রেশন এবং লার্নার্স লাইসেন্স এর ক্ষেত্রেও মিলবে স্মার্ট কার্ড ৷ নতুন স্মার্ট কার্ডটি দেওয়া হবে তাতে একটি করে বিশেষ মাইক্রোচিপ এবং কিউআরকোড বসানো থাকবে। যেহেতু এতে এই দু'টি জিনিস বসানো থাকছে তাই একে স্মার্ট কার্ড বলা হচ্ছে। আর এই মাইক্রোচিপের মাধ্যমে পিভিডি'র সেন্ট্রাল কম্পিউটার সিস্টেমে সমস্ত স্মার্ট কার্ডের তথ্য নথিভুক্ত করা থাকবে। চিপ থাকার ফলে আরও যে একটি সুবিধা হবে তা হল কার্ডগুলি জাল হওয়ার সম্ভাবনা থাকে না। কার্ডে কিউআরকোড থাকার ফলে বিভিন্ন ধরনের কাগজ সঙ্গে না-রাখলেও চলবে ৷ জানা গিয়েছে, এই সুবিধা চালু হলে ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট ওফ রেজিস্ট্রেশন মিলিয়ে প্রতিবছর গড়ে 30 লক্ষর উপর আবেদনকারীকে পরিষেবা দিতে পারবে দফতর।

ABOUT THE AUTHOR

...view details