কলকাতা, 28 জানুয়ারি: সময় খারাপ। শূন্য ভাঁড়ার। প্রজাতন্ত্র দিবসেই 2019 সালের ট্রাফিক আইন বলবৎ করা হল কি শূন্য কোষাগার ভরানোর জন্যই ? এমনটাই মনে করেছে ওয়াকিবহলমহল। গত 24 জানুয়ারি রাজ্য সরকারের পরিবহন দফতরের পক্ষ থেকে ট্রাফিক আইন লঙ্ঘন করার জরিমানা হিসেবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের যানবাহন সংগঠনগুলি ব্যাপকভাবে ক্ষুব্ধ। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। কেন্দ্রের ট্রাফিক আইনের সঙ্গে সমতা বজায় রেখেই এই নতুন আইন রাজ্যেও প্রজাতন্ত্র দিবস থেকেই বলবৎ করা হয়েছে (New traffic law introduced in West Bengal)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ এই আইনের (208 WT/3M -128/97(Pt(III)D) বিরোধিতা করলেও এই মহামারীর সময় যখন মানুষের হাতে এমনিতেই অর্থাভাব তখন এই আইন প্রণয়ন করা হচ্ছে মানুষের কোমর আরও ভেঙে দেওয়া। এমনটাই মনে করছে যান সংগঠনগুলি। এই বিষয় বামপন্থী সংগঠন AITUC অনুমোদিত টাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনের সম্পাদক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "রাজ্য সরকারের কোষাগারে এখন টান পড়েছে তাই সাধারণ মানুষের উপর অনৈতিকভাবে চাপ দিয়ে কোষাগার পূরণ করা ছাড়া আর কিছুই নয়। আমরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে লাগাতার শহর তথা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছি।"
কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর ও ড্রাইভার ইউনিয়ন(সিআইটিইউ) সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ মনে করেন, "এই আইন কেন্দ্রের বিজেপি সরকার করছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রনদিতভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই আইনের বিরোধিতা করছেন। তবে রাজ্য সরকারের পরিবহন দফতর কীভাবে এই নিয়ম লাগু করল ? কোভিড পরিস্থিতিতে এমনিতেই যাত্রী কম। তার উপর অস্বাভাবিক জ্বালানির দাম। সারাদিন গাড়ি যালিয়ে রোজগার নেই বললেই চলে। ঠিক সেই সময় এই ধরনের পাঁচগুণ জরিমানা চাপানোর অর্থ হল তাদের চাবুক মারা। জরিমানার টাকা দিলেও তিনমাস সাসপেন্ড থাকবে লাইসেন্স।"