কলকাতা, 29 নভেম্বর:শনিবার কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ ৷ নিয়মিত মেরামতি ও কিছু সংস্কার কাজের জন্যই পানীয় জল সরবরাহ বন্ধ থাকছে ৷ এমনটাই জানিয়েছে কলকাতা পৌরনিগম । তবে কলকাতার সব জায়গায় নয়, ইএম বাইপাস লাগোয়া জয়হিন্দ জল প্রকল্পের অধীনে এলাকাগুলিতে সাময়িকভাবে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ । ফলে আগামী 2 ডিসেম্বর বাইপাস লাগোয়া পূর্ব ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জলের সংকট তৈরি হওয়ার আশংকা রয়েছে ।
শনিবার সকালে মিলবে জল:
জানা গিয়েছে, পৌরনিগমের নিয়ম অনুসারে অন্যদিনের মতই শনিবার সকালে জল পাবে মানুষজন । তবে সেই জল মিলবে প্রথম দফায় অর্থাৎ সকাল 10টা পর্যন্ত ৷ তারপর থেকে টানা গোটা দিনটাই বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ । আবার পরের দিন 3 ডিসেম্বর রবিবার সকাল থেকে স্বাভাবিক হবে পরিষেবা । ওইদিন থেকে নিয়মিত সময়ে পানীয় জল পাবে মহানগরবাসী ৷ তবে জয়হিন্দ জল প্রকল্পে কাজের জেরে শহরের 18টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ হবে না । এর মধ্যে অধিকাংশই হল দক্ষিণ ও পূর্ব কলকাতার ওয়ার্ডগুলি ।
এই ওয়ার্ডগুলিতে জল সরবরাহ বন্ধ:
পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয় নগর, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক এবং বরো 7, 10, 11 ও 12-এর আংশিক অঞ্চলের পানীয় জলের পরিষেবা বিঘ্নিত হবে । ওয়ার্ড ভিত্তিকভাবে পানীয় জলের সমস্যায় পড়বেন 57, 58, 66, 67, 91, 92, 99, 100, 101, 102, 103,104, 105, 106, 107, 108, 109, 110 নম্বর ওয়ার্ড ।
প্রয়োজনে আসবে পানীয় জলের গাড়ি:
ধাপার জয়হিন্দ জল প্রকল্পের বড় পানীয় জলের পাইপের মেরামত, ভালব বদল করা, ইলেকট্রো মেকানিক্যাল, জল প্রকল্পে থাকা উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প মেরামত-সহ বৈদ্যুতিক আনুষঙ্গিক যন্ত্রাংশ সংস্কার ও পরিচ্ছন্নের কাজ হবে । তাই আগাম এই সমস্ত এলাকার মানুষজনকে প্রয়োজনীয় খাবার জল ও আনুষঙ্গিক কাজের জন্য জল তুলে রাখার আবেদন করা হয়েছে পৌরনিগমের তরফে । তবে অনেকগুলি এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে ৷ তাই পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে বিভিন্ন এলাকায় ছোট ও বড় পানীয় জলের গাড়ি পাঠানো হতে পারে বলেই কলকাতা পৌরনিগম সূত্রে খবর ।
আরও পড়ুন:
- কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে
- শনিতে পূর্ব ও দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ
- জাইকা ও এডিবি'র সহযোগিতায় রাঢ়বঙ্গের রুক্ষ ভূমিতে পানীয় জল পৌঁছে দিতে চায় রাজ্য