পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drinking Water Supply: দক্ষিণ কলকাতায় 24 ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ, দেখুন এলাকার তালিকা - Drinking water supply to be disrupted for a day

দক্ষিণ কলকাতার (South Kolkata) বিস্তীর্ণ এলাকায় 24 ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ (Drinking water supply ) ৷ সংস্কারের কাজের জন্য কলকাতা পৌরনিগমের 6টি বোরোতে বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা ৷ দেখে নিন তালিকায় রয়েছে কি না, আপনার এলাকা ৷

Drinking water
পানীয় জল

By

Published : Jan 18, 2023, 10:06 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস সংস্কারের কাজ শুরু হয়েছে । এই কাজের জেরে 24 ঘণ্টা কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা । আগামী 21 জানুয়ারি সকাল 10টা থেকে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা (Drinking water supply) । পুনরায় পরিষেবা চালু হবে 22 জানুয়ারি সকাল থেকে । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 6টি বরোতে বন্ধ থাকবে এই পরিষেবা ।

জল পরিষেবা বন্ধ থাকবে: মূলত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে জল পরিষেবা ব্যাহত হবে । বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । পৌরনিগমের জল সরবরাহ বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসপি মুখার্জি রোড ও বোয়ালি মণ্ডল রোডে জলের পাইপের রক্ষণাবেক্ষণের কাজ হবে । তার জেরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে জল পরিষেবা । পরিষেবা বন্ধ থাকার ফলে ভোগান্তি হবে, বরো 8, বরো 9, বরো 10, বরো 11, বরো 12 ও বরো 15 কিছু অংশে । চেতলা, কালীঘাট, রানিকুঠি, লয়েলকা, গল্ফগ্রিন, গরফা গান্ধি মন্দির-সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকবে । পরিষেবা স্বাভাবিক হবে 22 জানুয়ারি ।

জল সরবরাহ বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি

বুস্টার পাম্পিং সেন্টার তৈরির কাজ চলছে: উল্লেখ্য, পানীয় জল পরিষেবা আরও বাড়াতে ও পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক জায়গায় বুস্টার পাম্পিং সেন্টার তৈরি করা হচ্ছে । পাশাপাশি একাধিক জল পরিশোধন কেন্দ্রের ক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে । এদিকে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল টালা জলাধার । দীর্ঘ বছর আগে সেখানে বসেছিল জল সরবরাহের পাইপ । এবার ফের বসতে চলেছে প্রায় 700 মিটার লম্বা নতুন বড় পাইপ । এই পাইপ যাওয়ার জন্য তৈরি হচ্ছে টালা সেতু বরাবর আরও একটা ব্রিজ । যাকে ইঞ্জিনিয়রদের পরিভাষায় বলা হয় 'ট্রেসেল' ব্রিজ ।

জল সরবরাহ বাড়বে: এই কর্মকাণ্ডের মূল লক্ষ্য হল ভবিষ্যতে শহরের জল সরবরাহ বাড়ানো । দরকার পড়লে আরও বড় ব্যাসের পাইপলাইন যাতে পাতা যায় সেই মতো জায়গা থাকছে ট্রেসেল ব্রিজে । শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী টালা ট্যাঙ্কের সংস্কারের কাজ শেষের মুখে । এই পাইপ পাতার কাজও এই বছরের প্রথম দিকে শেষ করতে চাইছে জল সরবরাহ বিভাগ । পলতা জল প্রকল্পে 20 মিলিয়ন গ্যালন বাড়তি জল উৎপাদন হচ্ছে । সেই জল পাইপলাইনের মাধ্যমে টালায় নিয়ে এসে সেখান থেকে শহরে বিভিন্ন এলাকায় নাগরিকদের সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:বন্দর এলাকার জল-যন্ত্রণা মেটাতে নবাব আলি পার্কে তৈরি হচ্ছে শহরের সবথেকে বড় কুয়ো

ABOUT THE AUTHOR

...view details