কলকাতা, 26 মার্চ: রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোমবার তাঁর 2 দিনের রাজ্য সফর শুরু হওয়ার কথা কলকাতা দিয়েই ৷ প্রথম দিনেই ঠাসা কর্মসূচি রয়েছে দেশের প্রথম নাগরিকের ৷ রাজ্যে এমন সময় আসছেন রাষ্ট্রপতি যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবার ডিএ'র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা ৷ আন্দোলনকারীরা তাঁদের দাবির কথা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেও পারেন বলেও জল্পনা রয়েছে (President Draupadi Murmu in Kolkata) ৷
এখনও পর্যন্ত রাষ্ট্রপতির যে সফর সূচি পাওয়া গিয়েছে সেই অনুযায়ী, আগামীকাল সকালে দমদম বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি নেতাজি ভবনে চলে যাবেন দ্রৌপদী মুর্মু । সেখান থেকে তাঁর যাওয়ার কথা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে । এরপর এদিন বিকেলেই তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৷ সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাতে রাজভবনে নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ।