পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

National Award in Manipuri Dance: প্রথম বাঙালি হিসেবে মণিপুরী নৃত্যে জাতীয় পুরস্কার পেলেন ডঃ শ্রুতি বন্দ্যোপাধ্যায় - মণিপুরী নৃত্যে জাতীয় পুরস্কার

রাজ্যের মধ্যে প্রথম মণিপুরী নৃত্যে ডি.লিট করেন শ্রুতি বন্দ্যোপাধ্যায় ৷ এবার তাঁর ঝুলিতে এল প্রথম বাঙালি হিসেবে মণিপুরী নৃত্যে জাতীয় পুরস্কার (National Award in Manipuri Dance)৷

Etv Bharat
মণিপুরী নৃত্যে জাতীয় পুরস্কার প্রথম বাঙালির

By

Published : Dec 6, 2022, 8:03 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: মণিপুরী নৃত্যকলায় জাতীয় পুরস্কার পেলেন ডঃ শ্রুতি বন্দ্যোপাধ্যায় । তিনিই প্রথম বাঙালি যিনি মণিপুরী নৃত্যে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেলেন (Dr Shruti Banerjee Became the First Bengali Who Win the National Award in Manipuri Dance)। অনেক ছোটবেলা থেকে সংস্কৃতিক পরিবেশের মধ্যে থেকেই বেড়ে ওঠা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের । ছোটবেলায় চিলড্রেনস লিটল থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন । এরপর তিনি সম্পূর্ণভাবে মণিপুরী নৃত্যচর্চা (Manipuri Dance) শুরু করেন । গুরু বিপন সিং ও গুরু দর্শনা জাবেরি-সহ গুরু কলাবতী দেবীর কাছে অনেক অল্প বয়স থেকেই তালিম শুরু করেন তিনি ।

বর্তমানে তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ‍্যাপিকা । প্রথমে 2007 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, সেখান থেকেই পিএইচডি শেষ করেন । এরপর 2014 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যোগদান করেন এবং ওখান থেকেই মণিপুরী নৃত্যে ডি.লিট করেন তিনি । সঙ্গীত ভবন থেকে বা রাজ্য থেকে মণিপুরী নৃত্যে তিনিই প্রথম ডি.লিট করেন ৷ এরপর বিশ্বভারতীতে রবীন্দ্র নৃত্য নিয়ে গবেষণা করার সময় রবীন্দ্র নৃত‍্যের ইতিহাস এবং অন্যান্য দিকগুলি নিয়েও গবেষণা করেন এবং তা নিয়ে বইও লিখেছেন । তাঁর উদ্যোগেই প্রথমবার নৃত্য নিয়ে উচ্চশিক্ষায় রবীন্দ্র নৃত্যকে পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করা হয় ।

পুরস্কার নেওয়ার মুহূর্তে শ্রুতি বন্দ্যোপাধ্যায়

নৃত্যচর্চার পাশাপাশি তিনি রবীন্দ্র নৃত্য ও মণিপুরী নৃত্য নিয়ে একাধিক বই লিখেছেন । 2014 সাল থেকে রবীন্দ্র নৃত্যে স্নাতক শুরু হয় বিশ্বভারতীতে ।শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের কন্যা নৃত্যশিল্পী সোমাভা বন্দ্যোপাধ্যায় বলেন, "নিঃসন্দেহে আমরা পরিবারের সবাই খুব আনন্দিত হয়েছি । আমার মায়ের জীবনে তাঁর শিক্ষাগুরু ও ছাত্রছাত্রীদের একটা বিরাট ভূমিকা রয়েছে । কারণ মা বলেন, আমার গুরুরা যা শিখিয়েছেন তা আমি এখন আমার ছাত্রছাত্রীদের দিতে পারছি । তাই তাঁর এই সম্মানের অংশীদার তাঁরাও । এই স্বীকৃতিতে মায়ের গুরুরা এবং তাঁর ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়েছেন ।"

আরও পড়ুন :জেলার গম্ভীরা শিল্পের আধুনিকীকরণে রাজ্য সরকার ও ইউনেস্কোর যৌথ কর্মশালা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details