কলকাতা, 6 ডিসেম্বর: মণিপুরী নৃত্যকলায় জাতীয় পুরস্কার পেলেন ডঃ শ্রুতি বন্দ্যোপাধ্যায় । তিনিই প্রথম বাঙালি যিনি মণিপুরী নৃত্যে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেলেন (Dr Shruti Banerjee Became the First Bengali Who Win the National Award in Manipuri Dance)। অনেক ছোটবেলা থেকে সংস্কৃতিক পরিবেশের মধ্যে থেকেই বেড়ে ওঠা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের । ছোটবেলায় চিলড্রেনস লিটল থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন । এরপর তিনি সম্পূর্ণভাবে মণিপুরী নৃত্যচর্চা (Manipuri Dance) শুরু করেন । গুরু বিপন সিং ও গুরু দর্শনা জাবেরি-সহ গুরু কলাবতী দেবীর কাছে অনেক অল্প বয়স থেকেই তালিম শুরু করেন তিনি ।
বর্তমানে তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপিকা । প্রথমে 2007 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, সেখান থেকেই পিএইচডি শেষ করেন । এরপর 2014 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যোগদান করেন এবং ওখান থেকেই মণিপুরী নৃত্যে ডি.লিট করেন তিনি । সঙ্গীত ভবন থেকে বা রাজ্য থেকে মণিপুরী নৃত্যে তিনিই প্রথম ডি.লিট করেন ৷ এরপর বিশ্বভারতীতে রবীন্দ্র নৃত্য নিয়ে গবেষণা করার সময় রবীন্দ্র নৃত্যের ইতিহাস এবং অন্যান্য দিকগুলি নিয়েও গবেষণা করেন এবং তা নিয়ে বইও লিখেছেন । তাঁর উদ্যোগেই প্রথমবার নৃত্য নিয়ে উচ্চশিক্ষায় রবীন্দ্র নৃত্যকে পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করা হয় ।