পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

COPD Prevention: সিওপিডি'তে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, রোগ নিয়ে কী পরামর্শ চিকিৎসকের? খোঁজ নিল ইটিভি ভারত - চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায়

সিওপিডিতে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কী এই রোগ তা জনতেই বিশিষ্ট চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি ৷

ETV Bharat
How to Prevent COPD

By

Published : Jul 29, 2023, 9:38 PM IST

Updated : Jul 29, 2023, 11:01 PM IST

সিওপিডি নিয়ে কথা বললেন চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায়

কলকাতা, 29 জুলাই:গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা বা সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-তে ভুগছেন ৷ যার জেরে বারবার কৃত্রিম উপায়ে তাঁর দেহে অক্সিজেনের জোগান দিতে হচ্ছে চিকিৎসকদের ৷ সাধারণত অত্যাধিক ধূমপানের কারণে সিওপিডি সমস্যা গুরুতর হতে পারে বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা বলে থাকেন ৷ বুদ্ধদেবের ক্ষেত্রেও তার যে ব্যতিক্রম হয়নি, তা তাঁর সতীর্থরাই বলে থাকেন ৷ কিন্তু কী এই সিওপিডি ? জানেন কি এই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের কারণে দেহে কোন কোন সমস্য়া দেখা দিতে পারে ? এই রোগে আক্রান্তের লক্ষণগুলি কী কী ৷ কাদের এই রোগে আক্রান্তের সম্ভাবনা বেশি ৷

সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের কথা শুনে থাকলেও অনেকেরই এই রোগ সম্পর্কে সম্যক ধারণা নেই ৷ চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্য়ায় এই প্রসঙ্গেই জানান, একাধিকবার ফুসফুসে সংক্রমণ হতে থাকলে তার জেরে টিস্যুগুলি ড্যামেজ হয়ে যায় ৷ সাধারণত দূষণ, অত্য়াধিক ধূমপানের কারণে ফুসফুসের উপর একটি স্তর পড়তে থাকে ৷ ফলে ড্যামেজ হয় ফুসফুসের টিস্যুগুলি ৷ তখনই সংশ্লিষ্ট রোগীর হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় ৷ যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত তাঁরা যদি মাস্ক ব্যবহার করেন, তবে সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় ৷

আরও পডু়ন:অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভরতি করা হল হাসপাতালে

চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় জানান, অনেক সময় দেখা যায় সিওপিডি আক্রান্ত রোগীরা বছরে একাধিকবার নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন ৷ সেক্ষেত্রে ওই রোগীকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ যাতে বুকের সংক্রমণ (চেস্ট ইনফেকশন) যাতে না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে ৷ জীবনযাপনেও পরিবর্তন আনতে হবে ৷ ধোঁয়া থেকে দূরে থাকা, ঠান্ডা না-লাগানো, আবহাওয়া পরিবর্তনের সময় সাবধানে থাকতে হবে ৷ এছাড়াও ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার একটি ভ্যাকসিন পাওয়া যায় ৷ সেটিও নিয়ে পারেন ৷ ফুসফুসের টিস্যুগুলি ড্যামেজ হওয়ার কারণে এই রোগ পুরোপুরি নির্মূল হয় না ৷ তবে সাবধানতা অবলম্বন ও নিয়ম মেনে চললে সমস্যা গুরুতর আকার নেয় না ৷

Last Updated : Jul 29, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details