কলকাতা, 25 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকটা দিন ৷ তার পরেই দুর্গাপুজো ৷ ইতিমধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি তুঙ্গে ৷ রাজ্য তথা কলকাতা শহরের বড় বড় পুজোগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে ৷ কিন্তু, সনাতন ধর্মে বিশ্বাসী বলে দাবি করা বিজেপি-র তরফে দুর্গাপুজো নিয়ে কোনও উচ্চবাচ্য নেই ৷ এবারের দুর্গাপুজোয় বিজেপি অংশ নেবে কি না, বা দলের তরফে দুর্গাপুজো করা হবে কি না, সে নিয়ে শীর্ষ নেতৃত্বের তরফে কোনও নির্দেশই আসেনি ৷
কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট-বড় পুজোগুলির সঙ্গে জড়িত রাজ্যের শাসকদলের নেতানেত্রীরা ৷ বিশেষত, কলকাতার নামকরা থিম পুজোগুলির উদ্যোক্তা তৃণমূলের শীর্ষ স্তরের নেতা ও মন্ত্রীরা ৷ এই পুজোগুলি শুধুই দেবী দুর্গার আরাধনা বা উৎসব পালন নয় ৷ এই পুজোগুলি তৃণমূলের জনসংযোগের অন্যতম মাধ্যম ৷ মানুষের আরও কাছে যাওয়ার চেষ্টা ৷ সেই জায়গা থেকে 2024 লোকসভা নির্বাচনের আগে এবারের দুর্গাপুজো আরও বেশি করে জনসংযোগের মাধ্যম হয়ে উঠবে তৃণমূলের জন্য ৷
কিন্তু, সেখানেই রাজ্যের বিরোধী তথা কেন্দ্রের শাসকদল বিজেপি-র এ নিয়ে নাকি কোনও মাথাব্যাথাই নেই ! সনাতনী রীতি মতে পদ্মফুল ছাড়া দুর্গাপুজো কখনই সম্পূর্ণ হয় না ৷ কিন্তু, নির্বাচনী আবহে বঙ্গ-বিজেপিতে পুজো নিয়ে কোনও সাড়া শব্দ নেই ৷ সম্প্রতি বিধায়কদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ৷ সূত্রের খবর সেই বৈঠকে দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী, মন কি বাত এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হলেও, দুর্গাপুজোর প্রসঙ্গ তোলাই হয়নি ৷ আবার বিজেপির একাংশের দাবি, আগামী মাসে দুর্গাপুজো করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
কিন্তু, নির্বাচনী আবহে সনাতনী বিজেপি নেতৃত্ব দুর্গাপুজো বিমুখ কেন ? যেখানে রাজ্য নেতাদের আগামী লোকসভায় 35-এর বেশি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেখানে বাঙালি-হিন্দু ভোটকে নিজেদের দিকে করার এই সুযোগকে কাজে লাগাতে বিজেপির গা-ছাড়া মনোভাবের কারণ কী ? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের ৷