কলকাতা, 6 মার্চ : কোরোনা নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই । হাঁচি-কাশি বা জ্বর হলেই সে কোরোনায় আক্রান্ত নয় । আজ নবান্নে বৈঠকের পর একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
মুখ্যমন্ত্রী বলেন, "এখনও পর্যন্ত রাজ্যে কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়নি । সবাই সুস্থ থাকুক সেটা চাই । তবে আতঙ্কের কারণ নেই । আগাম সতর্কতা হিসেবে কিছু ব্যবস্থা নিতে হবে । RG কর, নীলরতন সরকার, সাগর দত্ত, কলকাতা মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক হাসপাতালে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে ।"
নবান্নে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা ওষুধ ও মাস্কের দাম বাড়ানো নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "মানুষের বিপদের সময় ওষুধের দাম বাড়ানো উচিত নয় । অযথা ওষুধ ও মাস্কের দাম বাড়ানো হচ্ছে । মাস্কের কালোবাজারি রুখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনীয় মাস্কের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দেব ।" তিনি আরও জানান, যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের উপর নজর রাখা হচ্ছে । বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে । এপর্যন্ত 1,42,811 জনের থার্মাল স্ক্রিনিং হয়েছে । জরুরি অবস্থায় কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । নম্বরটি হল- 1800 313 444 222 ।
ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের 24 × 7 মনিটরিং সিস্টেম চলবে। প্রতিটি জেলায় নির্দেশ দেওয়া হয়েছে । জায়গায় জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে । বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে । জেলা হাসপাতালে কুইক রেসপন্স টিম রয়েছে । সকলের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম ।"
সংক্রমণ এড়াতে জনগণকে সচেতন করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "বারবার হাত ধুয়ে ফেলুন । জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলে ডাক্তার দেখান । মাস্ক না থাকলে কাপড় দিয়ে মুখ ঢাকুন।"