পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজেটে লাভজনক সংস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন তুললেন দোলা সেন - দোলা সেন

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ৷ কেন্দ্রীয় বাজেটে লাভজনক সংস্থাগুলোর বিকেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

dola sen
দোলা সেন

By

Published : Feb 11, 2020, 5:57 AM IST

কলকাতা, 10 ফেব্রয়ারি: রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ দোলা সেন ৷ তাঁর প্রশ্ন, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কেন বিকেন্দ্রীকরণ করা হচ্ছে ? একই সঙ্গে তাঁর প্রশ্ন অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে কেন সরকার বিনিয়োগ করছে ? রাজ্যসভায় তিনি গত দুই অর্থবর্ষের বেশ কিছু তথ্য তুলে ধরেন ৷ তাঁর বক্তব্যে উঠে আসে, CLW, SAIL, IOC-এর মতো লাভজনক সংস্থার তথ্য ৷ রীতিমতো তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হন দোলা সেন ৷

তিনি বলেন, "2018-2019 অর্থবর্ষে বেঙ্গল কেমিকেলের লাভ 25 কোটি টাকা ছিল ৷ 2019-20 অর্থবর্ষে 350টি ইঞ্জিনের বরাত থাকলেও 403টি রেল ইঞ্জিন তৈরি করেছে CLW ৷ এই সংস্থাটিকে কেন বিকেন্দ্রীকরণ করা হয়েছে ?"

2020-21 অর্থবর্ষের বাজেটে বেশ কয়েকটি সংস্থার বিকেন্দ্রীকরণ করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এর তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা ৷ দোলা সেন বলেন, "VSP কর্নাটক, SSP তামিলনাডু়, ASP পশ্চিমবঙ্গ, বেঙ্গল কেমিকেল, হিন্দুস্থান কর্পোরেশন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, ভারত পেট্রোলিয়াম, IOC, LIC-র মতো সংস্থাগুলোর বিকেন্দ্রীকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের নামে কর্মচারী ও গ্রাহকদের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে ৷ সরকারের হাতে থাকা কয়লাখনিগুলো শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ BSNL, HPC-র কর্মীরা তাঁদের প্রাপ্য বেতন ও ভাতা পাচ্ছেন না ৷"

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ৷ সরকার তাদের এই পদক্ষেপের কী ব্যাখ্যা দেবে ? সরকার জনবিরোধী কাজ করছে ৷ শ্রমিকরা কাজ হারাচ্ছে ৷ তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে ৷ এই অবস্থায় সরকার তাদের পাশে না থেকে শিল্পপতিদের তোষামোদ করছে ৷ সাধারণ মানুষের জীবন সহজ করার বদলে আরও জটিল করে দিয়েছে সরকার ৷"

ABOUT THE AUTHOR

...view details