পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Doctors Ramp Walk: অন্য মেজাজে চিকিৎসকরা, র‍্যাম্প ওয়াকে মন জয় করলেন দর্শকদের - Doctors Ramp Walk

বিভিন্ন সাজে র‍্যাম্প ওয়াকে (Ramp Walk) দর্শকদের মন জয় করলেন চিকিৎসকরা (Doctors Won Hearts of Audience on Ramp Walk) । এমনই অভিনব উদ্যোগ নিল বিপি পোদ্দার হাসপাতাল (BP Poddar Hospital) ।

Doctors Ramp Walk
র‍্যাম্প ওয়াকে দর্শকদের মন জয় করলেন চিকিৎসকরা

By

Published : Nov 5, 2022, 8:46 PM IST

কলকাতা, 5 নভেম্বর: চিকিৎসক মানেই ছুরি, কাঁচি, অপারেশন আর এমার্জেন্সি । একজন অজানা মানুষকে হাসি মুখে সুস্থ করে তোলাই যেন তাঁদের একমাত্র আনন্দের মুহূর্ত । তাঁদের জীবনের বেশিরভাগ সময়ই চলে যায় হাসপাতালে অন্যদের পরিষেবা দিতে । আর সেটাই হাসি মুখে দিয়ে থাকেন নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । তবে এবার একটু অন্য মেজাজে ধরা পড়লেন তাঁরা । বিভিন্ন সাজে র‍্যাম্প ওয়াকে (Ramp Walk) ধরা দিলেন তাঁরা । মন জয় করে নিলেন প্রত্যেক দর্শকের (Doctors Won Hearts of Audience on Ramp Walk) ।

কোভিড থেকে ডেঙ্গি, সবই ভয়ঙ্কর মাত্রা নিচ্ছে । তবে জীবনের পরোয়া না-করে সারাজীবন আমাদের দরকারে পাশে থাকছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা । তবে এবার তাঁদের একঘেয়েমি জীবন থেকে একটু অন্য স্বাদ দিতে অভিনব উদ্যোগ নিল বিপি পোদ্দার হাসপাতাল (BP Poddar Hospital) । শুক্রবার সন্ধ্যায় সেই হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেখা গেল অন্য সাজে । স্টেথো কিংবা অ্যাপ্রন গায়ে নয়, বরং বিভিন্ন রঙিন সাজে ধরা পড়লেন তাঁরা । একবার সব ভুলে গিয়ে দেখলে তাঁরা চিকিৎসক নাকি মডেল তা চেনা দায় !

ওই হাসপাতালের রোগী পরিষেবা ও ফার্মাসি বিভাগের প্রধান নম্রতা ভট্টাচার্য জানান, হাসপাতালের অনুষ্ঠান মানে এটা ঠিক যে সবসময় স্বাস্থ্যসংক্রান্ত বিষয়েই অনুষ্ঠান হয় । তবে সেখান থেকে বেরিয়ে এসে আমরা এই ভাবনা নিয়েছি । আসলে করোনার সময় থেকে আমরা এমন কিছু মর্মান্তিক দৃশ্যর সাক্ষী থেকেছি যার জন্য আমাদের চিকিৎসকদের মোটিভেশন অনেকটাই কমে গিয়েছে । তাই আমরা এই একঘেয়েমি জীবন থেকে একটু অন্য রকমের স্বাদ দিতে এই অনুষ্ঠান । এই অনুষ্ঠানে দ্বারা এটা প্রমাণিত হল যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ফ্যাশন-শো বা অন্যান্য আনুষ্ঠানিক কাজকর্মে ততটাই পারদর্শী যতটা তাঁরা তাঁদের নিজের কাজে পারদর্শী ।

এদিনের এই র‍্যাম্প ওয়াকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলে ছিলেন প্রায় 16 থেকে 20 জন । তাছাড়াও আরও হাসপাতালে প্রত্যেক সদস্য তাঁদের পাশে থেকেছেন । এছাড়াও ছিল দশভূজা । এই প্রতিষ্ঠানের সঙ্গে মিলিত হয়ে তাঁরা এই সন্ধ্যাকে সোনালীময় করে তুলেছেন ।

র‍্যাম্প ওয়াকে দর্শকদের মন জয় করলেন চিকিৎসকরা

আরও পড়ুন:মৃত মায়ের গর্ভ থেকে জন্ম সন্তানের, সাফল্য কোচবিহারের চিকিৎসকদের

তবে রোজকার ব্যস্ত জীবন ঠেলে এই অনুষ্ঠানের প্রস্তুতি কীভাবে নিয়েছেন তাঁরা ? সে বিষয়ে ওই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান ডালিয়া বি মিত্র জানান, কোভিডের সময় আমরা দেখেছি সব হাসপাতালের চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীরা 24 ঘণ্টা তাঁরা পরিষেবা দিয়েছেন । এখন আমরা একটু আলোর দিকে যাচ্ছি । তাই এই অন্যরকম ভাবনা নিয়েছি । তাই আমায় যখন বলেন ওই হাসপাতাল ফ্যাশন শো-এর জন্য তখন আমি তাদেরকে বলি যে এমন ভাবনা নিয়ে একটা কাজ করব সেটা হচ্ছে এরা কর্পোরেট ওয়ার্ল্ডের পাশাপাশি ফ্যাশন শো-তেও আছেন । তাই তাদের সাজের মাধ্যমে সে বিষয়টা আমরা তুলে ধরেছি । প্রত্যেক স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাঁদের ডিউটি শেষ করার পর এই অনুষ্ঠানের জন্য সময় দিয়েছেন । কেউ নাইট ডিউটি করে মর্নিংয়ের অনুষ্ঠানের মহড়াতেও উপস্থিত থেকেছেন ।

ABOUT THE AUTHOR

...view details