কলকাতা, 30 জুলাই:সংকট কাটেনি ৷ পূর্ণ ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ চিন্তায় রাখছে তাঁর ফুসফুসের সংক্রমণ ৷ তবে আশার কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হার্টের অবস্থা বেশ ভালো ৷ সে জন্যই তিনি ফুসফুসের এতটা সংক্রমণ সত্ত্বেও লড়াই চালিয়ে যাচ্ছেন ৷ রবিবার এ কথা জানিয়েছেন তাঁর চিকিৎসকরা ৷ তবে 48 ঘণ্টা না কাটলে কিছুই বলা যাচ্ছে না বলে তাঁরা জানিয়েছেন ৷
চিকিৎসায় সাড়া দিচ্ছেন: শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তারদের কড়া নজরদারিতে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ প্রথমে তাঁকে ননইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হলেও, রাতের দিকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ৷ তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসক তথা মেডিসিন বিশেষজ্ঞ এবং মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, "সবে আমরা ঘুমের ওষুধ বন্ধ করেছি । জ্ঞান ফিরেছে । রোগী অনেকটাই সাহায্য করছেন । কাল আমরা সিটি স্ক্যান করতে পারি । ব্লাড টেস্ট সব দেখা হয়েছে, ঠিক আছে ।"
যা বললেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক: চিকিৎসক কৌশিক চক্রবর্তী আরও বলেন, "ইনফেকশন কন্ট্রোল কেমন হয়, অক্সিজেন স্যাচুরেশন বাড়ে কি না, এগুলো কাল-পরশুর মধ্যে বোঝা যাবে ৷ তারপর তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে ৷ তবে তাঁর কার্ডিয়াক কন্ডিশন বেশ ভালো ৷ সে জন্যই তিনি লড়ে যাচ্ছেন, ফুসফুস এতটা খারাপ থাকা সত্ত্বেও ৷ সুগার 200-র নীচে নামানো গিয়েছে ইনসুলিন দিয়ে ৷ তবে এখনও সংকটে আছেন ৷ রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে ৷ সেটা তিনি নিতে পারছেন ৷ তিনি সাড়া দিচ্ছেন, এটা ভালো লক্ষণ ৷ কানে শুনতে পারছেন ৷ বুঝতে পারছেন ৷ আশপাশ ফিল করতে পারছেন ৷ মাথা নাড়ছেন ৷ কখনও কখনও ইশারায় বোঝানোর চেষ্টা করছেন ৷"