পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁশের ডগা ঢুকে এফোঁড়-ওফোঁড় হয়েছিল লিভার, সফল অস্ত্রোপচার SSKM-এ

গত বৃহস্পতিবার খেলার সময় পড়ে গিয়ে সরু বাঁশের অংশ কিশোরের ডানদিকের পাঁজরের নিচে দিয়ে ঢুকে গিয়েছিল । এই অবস্থায় শুক্রবার সকালে এই কিশোরকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ।

Doctors saved a boy whose liver was pierced through the bottom of the ribs and the head of a thin bamboo
পাঁজরের নিচ দিয়ে ঢুকে লিভার এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিল সরু বাঁশের ছুঁচলো মাথা, ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে বাঁচল প্রাণ

By

Published : Nov 1, 2020, 7:25 AM IST

কলকাতা, 1 নভেম্বর : সরু বাঁশের বেশ খানিকটা অংশ এক কিশোরের ডান দিকের পাঁজরের নিচ দিয়ে ঢুকে লিভার এফোঁড়-ওফোঁড় করে দেয় ৷ তার বুক ও পেটের মাঝের পর্দা ফুটো হয়ে গেছিল । কিন্তু, এই কিশোরকে প্রাণে কীভাবে বাঁচানো হবে , তা নিয়ে চিন্তায় পড়ে গেছিলেন SSKM হাসপাতালের চিকিৎসকরা । তবে তা COVID-19-এর জন্য নয় । এই চিন্তা ছিল সিটি স্ক্যানের রিপোর্টের জন্য । কারণ, শরীরে বিঁধিয়ে থাকা সরু বাঁশের ওই অংশের অবস্থান । শেষ পর্যন্ত, বেলা গড়িয়ে রাত শুরু হলে ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা । সফল অস্ত্রোপচার করে ওই অংশটি বের করে কিশোরটির প্রাণ রক্ষা করলেন তাঁরা ।

13 বছরের ওই কিশোর মালদার বাসিন্দা । SSKM হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সরু বাঁশের এই অংশটির মাথা ছুঁচালো ছিল । গত বৃহস্পতিবার খেলার সময় পড়ে গিয়ে এই সরু বাঁশের অংশটি কিশোরের ডানদিকের পাঁজরের নিচ দিয়ে ঢুকে গিয়েছিল । এই অবস্থায় শুক্রবার সকালে এই কিশোরকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । চিকিৎসকরা বুঝতে পারেন, অস্ত্রোপচার করতেই হবে । তবে, অস্ত্রোপচারের আগে শরীরের মধ্যে বিঁধে থাকা সরু বাঁশের ওই অংশের অবস্থান জানার জন্য সিটি স্ক্যান করানো হয় । আর, এই সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পর চিন্তায় পড়ে যান চিকিৎসকরা । কারণ, সরু বাঁশের ওই অংশটি এই কিশোরের শরীরে বিপজ্জনক অবস্থানে ছিল । তবে শুধুমাত্র তাই নয় । সরু বাঁশের এই অংশটির ছুঁচালো মাথা এই কিশোরের শরীরে কোথায় বিদ্ধ হয়ে রয়েছে, তা বোঝা যাচ্ছিল না । অন্যদিকে, অস্ত্রোপচারের জন্য 5 ইউনিট রক্তের ব্যবস্থাও করা হয় । এরপরে শুক্রবার রাত সাড়ে 8 টা- 9 টা নাগাদ ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার শুরু করেন তাঁরা ।

ছুঁচলো বাঁশের অংশটি

কোরোনা প্যানডেমিকের মধ্যে কোনও অস্ত্রোপচারের আগে সংশ্লিষ্ট রোগীর COVID-19 টেস্ট করে দেখা হয় । তবে, চিকিৎসকরা জানিয়েছেন, এমারজেন্সির ক্ষেত্রে COVID-19 টেস্ট না হলেও আগে অস্ত্রোপচার শুরু করেন তাঁরা । সেজন্য PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) সহ COVID-19 প্রতিরোধের জন্য যাবতীয় ব্যবস্থা নেন । কিশোরের ক্ষেত্রেও তেমনটাই করা হয় । পরে অবশ্য COVID-19 টেস্টের জন্য এই কিশোরের সোয়াবের নমুনা পাঠানো হয়েছে । তবে , এখনও পর্যন্ত তার টেস্টের রিপোর্ট পাওয়া যায়নি ।

SSKM হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসক অভিমন্যু বসু বলেন, "এই কিশোরের ডানদিকের পাঁজরের নিচ দিয়ে ঢুকে লিভার এফোঁড়-ওফোঁড় করে দিয়ে স‍রু বাঁশের ছুঁচলো অংশটি উলটোদিকে তার পেট ও বুকের মাঝের পর্দা ফুটো করে দিয়েছিল । ছেলেটিকে শুক্রবার সকাল 10 টা-সাড়ে 10 টা নাগাদ ভরতি করানো হয় । কিন্তু অবস্থা বিপজ্জনক থাকায় কী করা হবে সেটা ঠিক করতেই অনেকটা সময় চলে যায় ৷ সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় শরীরের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে সরু বাঁশের অংশটি । প্ল্যান করে, রক্ত জোগাড় করে অপারেশন শুরু করতে শুক্রবার রাত সাড়ে 8 টা- 9 টা বেজে যায় । এরপর প্রায় চার ঘণ্টার কাছাকাছি অস্ত্রোপচার চলে ৷ তবে, ছেলেটির হৃৎপিণ্ড ও ফুসফুস অল্পের জন্য রক্ষা পেয়েছিল ।

চিকিৎসকরা আশঙ্কায় ছিলেন, অস্ত্রোপচারের সময় রক্তের নালি ছিড়ে যেতে পারে । তা ছিড়েও গিয়েছিল । তবে, ছিড়ে যাওয়া রক্তের নালি দ্রুত মেরামত করেন তাঁরা । চিকিৎসক অভিমন্যু বসু বলেন, " অস্ত্রোপাচারের পরে ছেলেটিকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল । গতকাল তাকে ভেন্টিলেটরের সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে । " এখনও পর্যন্ত এই কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তিন-চারদিন পরে হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

For All Latest Updates

TAGGED:

COVID-19SSKM

ABOUT THE AUTHOR

...view details