কলকাতা, 18 অগাস্ট : শুয়ে থাকতে পারছিলেন না রোগী । সারারাত বসে থাকতে হচ্ছিল । বসে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর । এমন সমস্যা নিয়ে এসেছিলেন SSKM হাসপাতালে । এই রোগীকে প্রাণে বাঁচাতে তাঁর হৃদযন্ত্রে দ্রুত অস্ত্রোপচার করে মাইট্রাল ভালভ বদলের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । কিন্তু, অস্ত্রোপচারের সময় তাঁরা অবাক হয়ে যান । দেখেন, হৃদযন্ত্রের একটি চেম্বারের দেওয়াল জুড়ে রয়েছে 1 সেমি চওড়া ক্যালসিয়ামের একটি স্তর । যা বলের মতো আকার ধারণ করেছে । এই বল দেখতে অনেকটা শাঁখের মতো । অবশেষে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে শাঁখের মতো এই বলটিকে বের করতে সমর্থ হন চিকিৎসকরা । তার পরে বিরল এই ঘটনায় রোগীর ভালভ বদল করে, তাঁকে প্রাণে বাঁচান ।
বছর 40-এর এই রোগীর নাম আখতার শেখ । তিনি ডায়মন্ডহারবারের বাসিন্দা । মাস দুই আগে এসেছিলেন SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটডোরে । সেখানকার চিকিৎসকরা রোগীকে হাসপাতালের CTVS (কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি)-এ রেফার করেন । CTVS-এর চিকিৎসকরা দেখেন এই রোগীর হৃদযন্ত্রে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে । না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয় । কারণ, হৃদযন্ত্রে চারটি চেম্বার রয়েছে । দু'টি অট্রিয়াম, দু'টি ভেন্ট্রিকল । বাঁ দিকে অট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে মাইট্রাল ভালভ আছে । ক্যালসিয়াম জমে গিয়ে রোগীর ভালভের ফুটো ছোটো হয়ে গেছিল । এ ভাবেই দীর্ঘদিন চলছিল । CTVS-এর চিকিৎসক শুভেন্দু মহাপাত্র বলেন, "অস্ত্রোপচারের সময় আমরা দেখি, এই রোগীর বাঁ দিকের অট্রিয়ামের দেওয়াল জুড়ে রয়েছে ক্যালসিয়ামের স্তর । এই স্তর 1 সেমি চওড়া । ক্যালসিয়ামের এই স্তর বলের আকার নিয়েছে । দেখতে শাঁখের মতো । পুরো চেম্বার জুড়ে এই ধরনের বল, এটা রেয়ার ।"
ভালভের সমস্যা থাকলে চেম্বারে ক্যালসিয়াম জমতে পারে । এ কথা জানিয়ে চিকিৎসক বলেন, "এভাবে ক্যালসিয়ামের এত চওড়া স্তর দেখা যায় না । এটা আলাদা একটি চেম্বার হয়ে গেছিল । ফুসফুস থেকে যে চারটি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হৃদযন্ত্রে আসে, তা এই চেম্বার অর্থাৎ, ক্যালসিয়ামের এই বলের মধ্যে প্রথমে আসছিল । এই বল থেকে পরে মাইট্রাল ভালভ হয়ে বাঁ দিকের ভেন্ট্রিকলে যাচ্ছিল ।" তিনি আরও বলেন, "অস্ত্রোপচারের আগে আমরা এতটা আন্দাজ করতে পারিনি । ভালভ খারাপ আছে । রোগীর শারীরিক অবস্থা ভালো নয় । অস্ত্রোপচারের প্রয়োজন, আমরা এটা বুঝেছিলাম ।" বসে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছিল রোগীর । এটাকে বলা হয় ক্লাস ফোর উপসর্গ অর্থাৎ, লাস্ট স্টেজ । এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "অস্ত্রোপচারের সময় ক্যালসিয়ামের এই বলটিকে আমরা দেখি । ক্যালসিয়ামের এই বলটিকে পুরো বের করে, তার পরে ভালভ রিপ্লেসমেন্ট করতে পেরেছি ।"