পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Medical College: গলব্লাডার থেকে বের হল 1364টি পাথর! জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে - সরকারি হাসপাতাল

Gallbladder Stone: সফলভাবে রোগীর গলব্লাডার থেকে 1364টি পাথর বের করলেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা ৷ জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ রয়েছেন পূর্ব মেদিনীপুরে বাসিন্দা অশোক গুছাইত ৷

Kolkata Medical College
কলকাতা মেডিক্যাল কলেজ

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:06 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: ফের নজির গড়ল কলকাতার সরকারি হাসপাতাল । কলকাতা মেডিক‌্যাল কলেজে হল জটিল অস্ত্রোপচার । যার মাধ্যমে 65 বছরের বৃদ্ধের শরীর থেকে বের করা হল 1364টি স্টোন । জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে রয়েছে একাধিক রোগ । সেই সবের মধ্যেই এই জটিল অস্ত্রোপচার করে সফল হলেন চিকিৎসকরা ।

পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা অশোক গুছাইত । কিছুদিন যাবত তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি । নিকটবর্তী বেশকিছু চিকিৎসকে দেখালেও অবশেষে তিনি আসেন কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে । এখানে আসার পর প্রথমে তিনি ওপিডিতে দেখান । সেখানেই চিকিৎসকদের পরামর্শের তাঁর আলট্রাসোনোগ্রাফি করা হয় । সেই রিপোর্টে দেখা যায়, তাঁর গলব্লাডারের বাসা বেঁধেছে একের অধিক স্টোন । যা দেখে রীতিমত অবাক হয়ে যান চিকিৎসকরা । তাই দেরি না করে শুরু হয় তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি ।

8 সেপ্টেম্বর অস্ত্রোপচার হয় অশোকের । প্রায় 45 মিনিট ধরে এই অস্ত্রোপচার করেন সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক চিকিৎসক শিবজ্যোতি ঘোষ । অস্ত্রোপচারের পর তাঁর শরীর থেকে বের হয় প্রায় 1364টি স্টোন । চিকিৎসক বলেন,"এতগুলো স্টোন শরীরে হয় । তবে এনার ক্ষেত্রে অস্ত্রোপচারটা একটু জটিল ছিল । কারণ ওনার কিডনি, সুগার এবং প্রেশার তিনটেরই চিকিৎসা চলছিল । এমনকী যেকোনও সময়ে ওই স্টোনগুলি পিত্তথলি থেকে পিত্তনালিতে ঢুকে যেত । তখন বিপদ আরও বাড়ত ।" তবে বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই ব্যক্তি । শুক্রবার ল্যাপারোস্কোপি অস্ত্রোপচারের পর সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

আরও পড়ুন:মহিলার পেটে 15 কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে সাফল্য বেসরকারি হাসপাতালের

শিবজ্যোতি ঘোষ ছাড়াও তাঁর দলে ছিলেন চিকিৎসক প্রসেনজিৎ মুখোপাধ্যায়, চিকিৎস সুমন সাহা এবং চিকিৎসক সিদ্ধার্থ ভট্টাচার্য । কিন্তু এতগুলো স্টোন কেন? সেই বিষয়ে চিকিৎসকের মত, গলব্লাডারের একটা স্টোন যে হয় ঠিক ওই কারণেই একাধিক স্টোন হয় । এবার কিছু কিছু মানুষের শারীরিক কারণের উপর ভিত্তি করেই স্টোনের সংখ্যা বাড়ে । মূলত শরীরে কোলেস্টেরলের পরিমাণ, ওজন বেশি হলে গলব্লাডারের পাথর দেখা যায় । তবে এছাড়াও ঘন ঘন উপোস, মহিলাদের ম্যানোপজের সময় পিত্তথলিতে পাথর হতে দেখা যায় । তবে যথাযথ সময় চিকিৎসকের পরামর্শ নিলে এই বিপদ থেকে সহজেই সমাধান মেলে ।

ABOUT THE AUTHOR

...view details