পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ‍্যজুড়ে এনএমসি বিরোধী প্রতিবাদে শামিল চিকিৎসকরা - anti-NMC protests across the state

এনএমসি বিল যখন পেশ হয়, তখন থেকেই সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে প্রতিবাদ জানানো হয়েছিল । শুক্রবার রাজ্যজুড়ে এনএমসি বিরোধী প্রতিবাদ দিবস পালন করেছে সরকারি-বেসরকারি চিকিৎসকদের পাঁচটি সংগঠনের মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্টবেঙ্গল ।

এনএমসি বিরোধী প্রতিবাদে শামিল চিকিৎসকরা
এনএমসি বিরোধী প্রতিবাদে শামিল চিকিৎসকরা

By

Published : Dec 11, 2020, 10:59 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: ন‍্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির বিরুদ্ধে প্রতিবাদে শামিল হলেন সরকারি, বেসরকারি চিকিৎসকরা । সংগঠনের তরফে জানানো হয়েছে, এনএমসির বিভিন্ন ধারা চিকিৎসা-বিজ্ঞান, চিকিৎসক এবং জনস্বার্থবিরোধী । কোনও কোনও সংগঠনের তরফে যেমন এই ধারাগুলি বাতিলের দাবি জানানো হয়েছে । তেমনই কোনও সংগঠনের তরফে এনএমসি বাতিলের দাবি জানানো হয়েছে ।

এনএমসি বিল যখন পেশ হয় তখন থেকেই সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে প্রতিবাদ জানানো হয়েছিল । শুক্রবার রাজ্যজুড়ে এনএমসি বিরোধী প্রতিবাদ দিবস পালন করেছে সরকারি-বেসরকারি চিকিৎসকদের পাঁচটি সংগঠনের মঞ্চ, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস,ওয়েস্ট বেঙ্গল । চিকিৎসকদের এই পাঁচটি সংগঠন মঞ্চের এক যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "কোভিড -19 এর পরিস্থিতির মধ্যে আউটডোরের পরিষেবা বন্ধ রাখার পক্ষে আমরা নই । এই কারণে আমাদের সদস্যরা এদিন পরিষেবা চালু রেখে প্রতিবাদ দিবস পালন করেছেন ।"

পৃথকভাবে এনএমসির বিরুদ্ধে প্রতিবাদ দিবসে শামিল হয়েছে রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম । এই সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কেন্দ্রীয় সরকার স্বৈরতান্ত্রিক উপায়ে যেভাবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে ভেঙে দিয়ে ন্যাশনাল মেডিকেল কমিশন গঠন করেছে আমরা তারই প্রতিবাদ করছি ৷ যেভাবে এনএমসির সুপারিশ অনুযায়ী জনস্বার্থ এবং চিকিৎসকদের স্বার্থবিরোধী কাজ একের পর এক করে চলেছে । ক্রসপ‍্যাথি চালু করছে । মেডিকেল কলেজ খোলার জন্য এরাজ‍্যের সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট মালিকদের কাছে হ্যান্ডওভার করছে । এর প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করা হয়েছে । আমরা এই আইন প্রত‍্যাহারের দাবি জানাচ্ছি ।"

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারের তরফে এনএমসির মিক্সোপ‍্যাথির বিরুদ্ধে দেশজুড়ে চিকিৎসকদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই ধর্মঘটে আউটডোরের পরিষেবা বন্ধ রাখার আর্জি জানানো হয়েছিল। এরাজ‍্যে এই ধর্মঘটের বিষয়ে রাজ‍্য আইএমএর সভাপতি উজ্জ্বলকুমার সেনগুপ্ত‍র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ভালো সাড়া পাওয়া গিয়েছে । যে মিক্সোপ‍্যাথির কথা বলা হয়েছে, তা জনস্বাস্থ্য এবং জনস্বার্থ বিরোধী । এর বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল ।"

ABOUT THE AUTHOR

...view details