কলকাতা, 3 নভেম্বর: চার মাস ধরে বেতন পাচ্ছেন না অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ (AIIH&PH), কলকাতার স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা । শেষ পর্যন্ত কর্মবিরতি করে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন তাঁরা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে ।
আন্দোলনরত এই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ২ নভেম্বর থেকে কর্মবিরতির পাশাপাশি তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে কোর্স শুরু হয়েছে গত ১ জুলাই থেকে । স্নাতকোত্তর স্তরে তিনটি বিষয়ের উপর এখানে কোর্স করানো হয় । এর মধ্যে কমিউনিটি মেডিসিন এবং এপিডেমিওলজি-র উপর MD কোর্সের মোট পড়ুয়ার সংখ্যা ২৩ । এই ২৩ জনের মধ্যে চার জন এ রাজ্যের সরকারি চিকিৎসক । ফলে, তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে বেতন পান । বাকি ১৯ জনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে বেতন দেওয়ার কথা । তবে, এই ১৯ জন গত জুলাই মাস অর্থাৎ, কমিউনিটি মেডিসিন এবং এপিডেমিওলজি-র উপর স্নাতকোত্তর স্তরের এই কোর্স শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও বেতন পাননি ।
আন্দোলনকারীরা জানিয়েছে হয়েছে, বেতনের বিষয়টি নিয়ে গত দুই মাসের বেশি সময় ধরে কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কথা বলেছেন । তবে তেমন কোনও আশ্বাস তাঁরা পাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন । AIIH&PH-এ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন এখানকার এই ১৯ জন চিকিৎসক ।