কলকাতা, 24 ফেব্রুয়ারি: ছোটো থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন সুকন্যা চট্টোপাধ্যায় । তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বড় আকার নেয় ৷ সেই পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে ৷ প্রথমে মনে করা হয়েছিল এই জটিল অস্ত্রোপচারের কারণে তাঁর শরীরের অন্যন্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ কিন্তু চিকিৎসকদের কল্যাণে সেরকম কিছুই হল না ৷ শুধুমাত্র শরীরের ভিতরে বেড়ে ওঠা টিউমার বাদ দিয়েই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 23 বছরের সুকন্যা (Kolkata Doctors Successful in critical operation) ৷
লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে বোটানি নিয়ে সদ্য এমএসসি পাশ করেছেন সুকন্যা চট্টোপাধ্যায় । বাইপাসের মেট্রোপলিটন সংলগ্ন এলাকার তাঁর বাড়ি । ছোট থেকে পেটের সমস্যা থাকলেও লড়াইটা শুরু হয়েছিল 2022 সালের দুর্গাপুজোর সময় । মহালয়ার দিন সুকন্যা জানতে পারেন তিনি ডেঙ্গিতে আক্রান্ত । চিকিৎসকের পরামর্শ মেনে তাঁর বাড়িতে চিকিৎসা শুরু হয় । শত চেষ্টা করেও কিছুতেই জ্বর কমছিল না তাঁর । জ্বরের পঞ্চম দিন আচকাই তীব্র পেটে ব্যাথা শুরু হয় সুকন্যার । তড়িঘড়ি তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, সেখানেই প্রথম শনাক্ত হয় তাঁর আসল সমস্যা ।
একাধিক টেস্ট করে দেখা যায় সুকন্যার অগ্ন্যাশয়ে একটি টিউমার রয়েছে । যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় 'SPEN'। তবে সেই সময় তাঁকে ব্যথা কমার ইঞ্জেকশন দিয়েই ভর্তি রাখা হয় । অবশেষে দুর্গাপুজো কেটে গেলে বাড়ি ফেরেন সুকন্যা । সুকন্যা বলেন, "ওই হাসপাতাল থেকে আমাদেরকে একটা ছবি এঁকে বোঝানো হয়েছিল এই অস্ত্রপ্রচারটা করা হলে আমার শরীরের ন'টি অরগ্যান বাদ পড়বে । কারণ এই টিউমারটা হয় অগ্ন্যাশয়ের পিছনের দিকে যেখানে অনেক রক্তের নালি ঘিরে থাকে । এরপর আমরা চেন্নাইয়ের হাসপাতাল, দিল্লির এইমস এমনকি এসএসকেএম হাসপাতালেও যোগাযোগ করি । সব জায়গা থেকেই আমাকে একই কথা বলা হয় ।"