কলকাতা, 1 জুলাই:চিকিৎসক দিবসের দিনই বড় সাফল্য শহর কলকাতার এক হাসপাতালে। সফল ফুসফুস প্রতিস্থাপন করে চিকিৎসা বিজ্ঞানে দিশা দেখাল মেডিকা হাসপাতাল। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওড়িশার 30 বছর বয়সি এক যুবকের। ব্রেন ডেথ হওয়ার কারণে তাঁর অন্যান্য অঙ্গদান করা হয়। সেই যুবকের শরীরের ফুসফুসই প্রতিস্থাপিত হয়েছে কলকাতার 16 বয়সের কিশোর স্বপ্ননীলের শরীরে। এর আগে মেডিকাতেই এক রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন হলেও তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়েছিল ওই রোগীর । তবে এবারের এই সফল ফুসফুস প্রতিস্থাপনের পর সুস্থ রয়েছে এই কিশোর ।
শহরের এক বেসরকারি হাসপাতালে প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপনকে বড় সাফল্য হিসেবেই দেখছেন কলকাতার চিকিৎসকরা । বারাসতের বাসিন্দা স্বপ্ননীল বিশ্বাস । বর্তমানে সে দশম শ্রেণির ছাত্র । তাঁর পরিবার জানিয়েছে, বাড়িতে পোকামাকড় মারার জন্য প্যারাকোয়াট ডাইক্লোরাইড নামে এক ধরনের কীটনাশক রাখা ছিল । ভুলক্রমে তা রাখা হয়েছিল একটি কোল্ড ড্রিংকস-এর বোতলে। আর তাতেই চুমুক দিয়ে দেয় স্বপ্ননীল ৷ এরপরেই তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় ৷ প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসাতের একটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের এই বেসরকারি হাসপাতালে ।
চিকিৎসকরা জানিয়েছেন, এই কীটনাশক শরীরে প্রবেশ করলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গলিয়ে দেয় । বহুক্ষেত্রেই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে ৷ জীবিত থাকলেও যে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হয় তা বোঝা যায় দিন সাতেক পর থেকে । তখন কিডনি, লিভার ও ফুসফুস সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে । এই কিশোরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ফুসফুসের । চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে ফুসফুসের ছবি দেখে জানিয়েছিলেন, দেখে মনে হচ্ছে যেন তার ফুসফুস জ্বালিয়ে কালো করে দেওয়া হয়েছে । এই ঘটনার সাতদিন পরে তাকে আনা হয় এই বেসরকারি হাসপাতালে । উপায় বলতে ছিল, একমাত্র ফুসফুস প্রতিস্থাপন ।