পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে টেস্টের দাবি ডক্টরস ফোরামের - চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে টেস্টের দাবি ডক্টরস ফোরামের

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ফ্রিতে কোরোনা নির্ণয়ের ব্যবস্থার দাবি জানানো হল রাজ্য সরকারের কাছে ।

চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে টেস্টের দাবি ডক্টরস ফোরামের
চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে টেস্টের দাবি ডক্টরস ফোরামের

By

Published : May 8, 2020, 12:43 AM IST

কলকাতা, 7 মে: কোরোনায় আক্রান্ত এ রাজ্যের 140 জনেরও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী । রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে আজ এক চিঠিতে একথা জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ফ্রিতে কোরোনা নির্ণয়ের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে এই চিঠিতে ।

কয়েকটি হাসপাতালের পরিষেবা আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে । এই পরিস্থিতিতে যাঁরা কোরোনায় আক্রান্ত নন তাঁদের চিকিৎসা পেতে সমস্যায় পড়তে হচ্ছে । কোন হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসা হবে ও কোন হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা হবে, এই বিষয়টি স্পষ্ট করে ঘোষণার দাবি জানানো হয়েছে‌ । কনটেনমেন্ট এলাকাগুলির বিষয়েও স্পষ্টভাবে জানানোর দাবি করা হয়েছে এই চিঠিতে ।

মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে চিকিৎসকদের এই সংগঠন লিখেছে, "রাজ্যজুড়ে সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরিতে আরও অনেক বেশি সংখ্যক কোরোনা নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন । বিভিন্ন হাসপাতালে উপসর্গহীন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । বহির্বিভাগের কোনও রোগীর ক্ষেত্রে যদি সোয়াবের নমুনা পরীক্ষার প্রয়োজন দেখা দেয়, তাহলে ব্যবস্থা করতে হবে । নমুনা সংগ্রহের সময় থেকে শুরু করে রিপোর্ট তৈরি হওয়া পর্যন্ত যাতে 12 ঘণ্টারও বেশি সময় না লাগে তা নিশ্চিত করতে হবে ।"

কোরোনা নির্ণয়ের জন্য রাজ্যে এখন অনেক বেশি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার । এই বিষয়টিকে চিকিৎসকদের সংগঠন সাধুবাদ জানাচ্ছে । তবে চিকিৎসকদের এই সংগঠন মনে করছে, রাজ্যে ব্যাপক হারে পরীক্ষার প্রয়োজন । যে সব চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে কোরোনা নির্ণয়ের প্রয়োজন দেখা দেবে, তাঁদের সোয়াবের নমুনা ফ্রিতে পরীক্ষা করে দেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠন ।

এ রাজ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের অন্যান্য কর্মী মিলিয়ে 140 জনেরও বেশি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এদিন পর্যন্ত দুজন চিকিৎসকের মৃত্যু হয়েছে । COVID-19-এ আক্রান্তের সংস্পর্শে আসার জেরে বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details