কলকাতা, 28 নভেম্বর: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে উদ্বিগ্ন রাজ্যের চিকিৎসক মহল । গঙ্গাসাগর মেলায় জনসমাগম রুখতে স্বাস্থ্য দপ্তরের কাছে আর্জি জানাল রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম । এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্জি জানাবে তারা । সংক্রমণ রুখতে গঙ্গাসাগর মেলায় যাতে জনসমাগম না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা ।
গঙ্গাসাগরে জনসমাগম রুখতে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন চিকিৎসকদের - Doctors forum appeals health department
বর্তমানে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি । এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় জনসমাগম চাইছেন না রাজ্যের চিকিৎসকরা ।
বর্তমানে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি । এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় জনসমাগম চাইছেন না রাজ্যের চিকিৎসকরা । সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "এবছর গঙ্গাসাগর মেলায় জনসমাগম যাতে না হয়, তার জন্য স্বাস্থ্য দপ্তরে আমরা আবেদন জানিয়েছি । মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানানো হবে ।" লিখিতভাবে স্বাস্থ্যভবনে এই আবেদন জানিয়েছে সার্ভিস ডক্টরস ফোরাম । দু-একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠাবে তারা ।
সার্ভিস ডক্টরস ফোরাম-এর এমন দাবি প্রথম নয় । দুর্গাপুজোয় জনসমাগম রুখতে এ রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছিল । দীপাবলিতে আতসবাজি না পোড়ানো নিয়েও আবেদন করেছিল চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । পরে জনস্বার্থ মামলার জেরে কলকাতা হাইকোর্ট দুর্গাপুজোয় জনসমাগমে নানা বিধিনিষেধ জারি করে । দীপাবলিতেও নিষিদ্ধ হয়েছিল আতসবাজি । এ সবের কারণে সংক্রমণ সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি বলে মনে করেন চিকিৎসকরা । এবার গঙ্গাসাগর মেলায় জনসমাগম রুখতে আর্জি জানানো হল ।