কলকাতা, 27 এপ্রিল: গত 3 বছর ধরে টিকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে এত কথা উঠলেও মানুষজন কতটা সচেতন? কোভিডের দু'টি ডোজ নেওয়া হলেও বহুমানুষের অনীহা দেখা গিয়েছিল বুস্টার নিতে। তাই ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকে দক্ষিণ কলকাতার এক নামজাদা বেসরকারি হাসপাতাল টিকাদান সপ্তাহ পালনের লক্ষ্য নিল। চলতি মাসের 24 থেকে 28 তারিখ পর্যন্ত পালিত হচ্ছে কর্মসূচি। এই কর্মসূচিতে হাসপাতালের প্রধান লক্ষ্য প্রাপ্তবয়স্কদের টিকাদান।
মূলত শিশুদের ক্ষেত্রে একটি সময়সীমা থাকে টিকা দেওয়ার। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই তালিকা আবছা হয়ে যায় সকলের কাছেই। তাই প্রাপ্তবয়স্করাও যাতে শারীরিকভাবে সুস্থ থাকতে পারে সেই নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিল দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল। ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন চিকিৎসক সৌরভ কোলে, অর্কপ্রভ সরকার, দেবদত্তা হালদার-সহ আরও বেশ কিছুজন। চিকিৎসক দেবদত্তা হালদার জানান, এই কর্মসূচিতে প্রধান লক্ষ্য প্রাপ্তবয়স্ক। তার মধ্যেও গুরুত্বপূর্ণ হল মহিলারা।